RG Kar News Live Updates: ৯ অগাস্ট চিকিৎসক ধর্ষণ-খুনের পরে কাদের সঙ্গে কথা সুদীপ্ত রায়ের ? ২ চিকিৎসককে ডাক CBI-এর
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
WB News Live Updates: ৯ অগাস্ট চিকিৎসক ধর্ষণ-খুনের পরে কাদের সঙ্গে কথা সুদীপ্ত রায়ের ? ২ চিকিৎসককে ডাক CBI-এর
৯ অগাস্ট চিকিৎসক ধর্ষণ-খুনের পরে কাদের সঙ্গে কথা সুদীপ্ত রায়ের ? কাদের সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা ? সূত্রের খোঁজে ২ চিকিৎসককে ডেকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। 'ব্যক্তিগত কারণে ফোনে কথা বলেছিলাম, তাই সিবিআই ডেকেছিল'। সিবিআই জিজ্ঞাসাবাদের পর দাবি চিকিৎসক অঞ্জন অধিকারী, কিষাণ প্রধানের। ১২ অগাস্ট তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি-নার্সিংহোমে সিবিআই তল্লাশি। আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত।
RG Kar News Live Updates: ১১ দিনেও জবাব আসেনি, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের
সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ, রেজিস্ট্রেশন বাতিল করছে কাউন্সিল। সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের । ১১ দিনেও শোকজের জবাব না আসায় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত। রেজিস্ট্রেশন বাতিলের জন্য কাল বিজ্ঞপ্তি: রাজ্য মেডিক্যাল কাউন্সিল
WB News Live Updates: খাস কলকাতায় ফের আক্রান্ত উর্দি, আরও ২জন গ্রেফতার !
খাস কলকাতায় ফের আক্রান্ত উর্দি, আরও ২জন গ্রেফতার । ট্যাংরায় দলবল নিয়ে একের পর এক পুলিশকে মার, গাড়ি ভাঙচুর ! নাকা চেকিংয়ের সময় পুলিশ আটকাতেই বাইক বাহিনীর তাণ্ডব ! বিশ্বকর্মা পুজোর রাতে নাকা চেকিংয়ের সময় পুলিশের উপর চড়াও। বাইক থামিয়ে নথি দেখতে চাওয়ার অপরাধ! দলবল নিয়ে হামলা ! ট্রাফিক সার্জেন্ট, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ারকে মারধর। পুলিশ পিটিয়ে ভেঙে দেওয়া হল গাড়ির উইন্ডস্ক্রিন ! সিসি ফুটেজ দেখে গ্রেফতার ৩, বাকি অভিযুক্তরা এখনও অধরা ! পুলিশ পিটিয়ে আটক বাইক নিয়ে হামলাকারীরা উধাও !
WB News Live: লাভপুরে স্পিড বোট উল্টে কুয়ে নদীতে পড়ে গেলেন ২ তৃণমূল সাংসদ, ১ বিধায়ক, জেলাশাসক-সহ ১৩ জন
বন্যা পরিস্থিতি সরেজমিনে গিয়ে দুর্ঘটনা। লাভপুরে স্পিড বোট উল্টে কুয়ে নদীতে পড়ে গেলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, অসিত মাল, তৃণমূল বিধায়ক অভিজিৎ সিন্হা, জেলাশাসক-সহ ১৩ জন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা।
RG Kar News Live Updates: নবান্নে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা
কালীঘাটের পর নবান্ন, ৩ দিনের মাথায় ফের বৈঠক। ৩ দফা দাবি নিয়ে নবান্নে গেলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
