RG Kar News Live Updates: ৯ অগাস্ট চিকিৎসক ধর্ষণ-খুনের পরে কাদের সঙ্গে কথা সুদীপ্ত রায়ের ? ২ চিকিৎসককে ডাক CBI-এর
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

Background
চতুর্থ ও পঞ্চম দাবি এখনও মানা হয়নি। তাই ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়ে বুধবার সকালে মুখ্যসচিবকে মেল পাঠিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তার উত্তরে সন্ধ্যা সাড়ে ৬টার সময় বৈঠকে ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ধৃত সিপিএম নেতা কলতান দাশগুপ্তের পুলিশ হেফাজত।
এবার জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, "জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছে সরকার, এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত।"
কেন্দ্রের বিরুদ্ধে ফের পরিকল্পিত ভাবে বাংলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, না জানিয়ে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ইচ্ছা করে এই জল ছাড়া হয়েছে।
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় বেকসুর খালাস মুকুল রায় ও জগন্নাথ সরকার।
কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা। ডেবরা ব্লকের বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে জল ঢুকতে শুরু করেছে। রাস্তাঘাট জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকেছে। একই অবস্থা দাসপুর ১ নম্বর ব্লকে।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের বাড়ি থেকে উদ্ধার প্রচুর নথি।
শুধু সিপি ও স্বাস্থ্যকর্তাদের বদলি নয়, স্বাস্থ্য সচিবকেও সরাতে হবে। সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। ঘোষণা জুনিয়র ডাক্তারদের। ফের সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য চিঠি তাঁদের।
'রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা', রাত দখলে যোগ দেওয়া মেয়েদের কটাক্ষ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের।
মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর রাতে ট্যাংরায় নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। "কয়েকজন নাবালক-নাবালিকার আন্দোলনে কয়েকজন অফিসার বদলি হয়েছে মাত্র, আর কী হয়েছে?", মন্তব্য তাঁর।
রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ফের চিঠি পাঠানোর ঘোষণা আন্দোলনকারীদের। তাঁদের কথায়, 'অবিলম্বে রাজ্যকে ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের নোটিস জারি করতে হবে। কলেজ ভিত্তিক টাস্ক ফোর্সে পড়ুয়াদের প্রতিনিধি রাখতে হবে। গঠন করতে হবে রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নতুন ভাবে রোগী কল্যাণ সমিতি গঠন। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। ছাত্র সংসদ গঠন ও হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ চান আন্দোলনকারীরা।
রাত দখলের পর এবার মশাল হাতে রাস্তা দখলের ডাক।আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ও নারী সুরক্ষার দাবিতে এবার রিলে মশাল মিছিলের ডাক। শুক্রবার কলকাতায় ৪০ কিলোমিটার রিলে মশাল মিছিলের ডাক।
একাধিক সংগঠন একসঙ্গে মিলে শুক্রবার কলকাতায় রিলে মশাল মিছিলের ডাক।
বেনজির নাগরিক আন্দোলনে মাথা নোয়াল সরকার। রিজওয়ানুরকাণ্ডের ১৭ বছর পর, আরেক ১৭ তারিখে কলকাতার CP বদল। চাপের মুখে স্বাস্থ্য দফতরে রদবদল। সেটাও ছিল একটা নাগরিক আন্দোলন। এটাও একটা নাগরিক আন্দোলন। সেটা ছিল, দুহাজার সাত সালের সতেরোই অক্টোবর। রিজওয়ানুরকাণ্ডে তৎকালীন CP প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে সরিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকার। আর এর সতেরো বছর পর, আরেকটা সতেরো তারিখে, আর জি কর-কাণ্ডে নাগরিক আন্দোলনের চাপের মুখে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য় হল তৃণমূল সরকার।
WB News Live Updates: ৯ অগাস্ট চিকিৎসক ধর্ষণ-খুনের পরে কাদের সঙ্গে কথা সুদীপ্ত রায়ের ? ২ চিকিৎসককে ডাক CBI-এর
৯ অগাস্ট চিকিৎসক ধর্ষণ-খুনের পরে কাদের সঙ্গে কথা সুদীপ্ত রায়ের ? কাদের সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা ? সূত্রের খোঁজে ২ চিকিৎসককে ডেকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। 'ব্যক্তিগত কারণে ফোনে কথা বলেছিলাম, তাই সিবিআই ডেকেছিল'। সিবিআই জিজ্ঞাসাবাদের পর দাবি চিকিৎসক অঞ্জন অধিকারী, কিষাণ প্রধানের। ১২ অগাস্ট তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি-নার্সিংহোমে সিবিআই তল্লাশি। আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত।
RG Kar News Live Updates: ১১ দিনেও জবাব আসেনি, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের
সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ, রেজিস্ট্রেশন বাতিল করছে কাউন্সিল। সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের । ১১ দিনেও শোকজের জবাব না আসায় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত। রেজিস্ট্রেশন বাতিলের জন্য কাল বিজ্ঞপ্তি: রাজ্য মেডিক্যাল কাউন্সিল






















