North Bengal Medical: RG কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই নয়া দাবিতে উত্তরবঙ্গ মেডিকেলের পড়ুয়ারা, 'শুধু ডিনকে পদত্যাগ করলে হবে না..'
North Bengal Medical College Protest: RG কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই নয়া দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা, কী বলছেন তাঁরা ?
বাচ্চু দাস, দার্জিলিং: উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেশ কিছু ছাত্রকে নাম্বার পাইয়ে পাস করে দেওয়া,এক ছাত্রীকে ধর্ষণের হুমকি, প্রভাব খাটিয়ে ভয় এর পরিবেশ সৃষ্টি করা একাধিক অভিযোগ উঠেছিল কিছু ছাত্র নেতা এবং এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। যার জেরে ছাত্রদের আন্দোলনের সামনে পদত্যাগ করতে হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিনকে। কিন্তু 'শুধু ডিনকে পদত্যাগ করলে হবে না, পুর স্বাস্থ্য পদাধিকারী সবাইকে পদত্যাগ করতে হবে', এই দাবিকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা।
মূলত, গত সপ্তাহে আর জি কর-কাণ্ডের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে উত্তেজনা দেখা গিয়েছিল। দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল। অধ্যক্ষকে দেওয়া হয়েছিল 'চোর চোর' স্লোগান। রোগী কল্যাণ কমিটির বৈঠক চলাকালীন অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছিল। অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল শিক্ষক ও পড়ুয়ারা। কলেজের বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে আসে অধ্যক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। দীর্ঘদিন কলেজে কোনও ছাত্রসংসদ নির্বাচন হয়নি বলে অভিযোগ। বর্তমান ছাত্রসংসদ বাতিল করে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্ররা।
অপরদিকে, আর জি কর মেডিক্য়াল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ১৫দিন জিজ্ঞাসাবাদের পর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় লাগাতার আন্দোলনে প্রবল চাপের মুখে আর জি কর মেডিক্য়াল কলেজ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। যদিও, এর কয়েকঘণ্টার মধ্য়েই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। আন্দোলনের মুখে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের প্রশাসনিক ভবনে অধ্য়ক্ষের ঘরে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।
পরদিনই, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ। প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত হুঁশিয়ারি দেয়, সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে না পাঠালে ব্যবস্থা নেবে আদালত। অন্যদিকে, এদিনই আর জি করে খুন-ধর্ষণ মামলায় তদন্তভার হাতে নেয় CBI. এর পরপরই, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে CBI. এর মাঝেই সামনে আসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দুর্নীতির বিস্ফোরক সব অভিযোগ। টানা ১৫ দিন ধরে আসা-যাওয়া চলছিলই। এরপরই সোমবার সন্ধেয় আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে CBI.
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।