RG Kar on School Question: স্কুলের প্রশ্নপত্রে RG কর ইস্যু ! ভুল স্বীকার প্রধান শিক্ষকের..
RG Kar Issue on School Question Controversy: একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সিমেস্টারের পরীক্ষায় আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন, জোর কটাক্ষ BJP-র, কী বলছেন শাসক দল ?
কলকাতা: স্কুলের প্রশ্নপত্রে আর জি কর ইস্যু। বিতর্কে এগরার ঝাটুলাল হাইস্কুল। একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সিমেস্টারের পরীক্ষায় আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন। বিচারাধীন বিষয় কেন প্রশ্নপত্রে? খতিয়ে দেখবে শিক্ষা দফতর। মন্তব্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল বিধায়ক উত্তম বারিকের। ভয় পেয়েছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। প্রশ্নপত্রে আর জি কর ইস্যু রাখা ঠিক হয়নি, ভুল স্বীকার করে মন্তব্য প্রধান শিক্ষকের।
প্রসঙ্গত, এর আগে আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ মিছিলে স্কুল পড়ুয়াদের সামিল হওয়ার অভিযোগে হাওড়ার ৩টি স্কুলকে শোকজ করা হয়েছিল। এর বিরুদ্ধে পথেও নেমেছিলেন রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। শোকজ প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সেসময় উঠে এসেছিল ভাইরাল ভিডিও । যেখানে হাওড়া কদমতলার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি বলেছিলেন,'তোমাদের নিজের গলাটা ছাড়তে হবে, নিজেদের কখনও শোষণযন্ত্রে তুলে ঠকাবে না। তোমার মতো একটা মেয়ে, সেই যাই করুক না কেন, যেই হোক না কেন, তাঁর প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় নামবে।যখন দেশ বিপন্ন হয় তখন বয়সের দোহাই দিয়ে আটকে রাখা যায় না। আটকে রাখা উচিতও নয়। পথে যদি নামার সময়ে আসে আবার আমাদের নামতে হবে। '
হাতে মোমবাতি, গলায় প্ল্যাকার্ড, সোমবার মোমবাতি হাতে কলকাতার রাজপথে নামলেন রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। কলেজ স্কোয়ারে প্রধান শিক্ষকদের বিশাল জমায়েত হল। সকলের গলায় প্রতিবাদের সুর। এই মিছিলে সামিল হন হাওড়া কদমতলার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতিও। তাঁরই একটি ভিডিও ভাইরাল রয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে অন্যায়ের বিরুদ্ধে ছাত্রীদের পথে নামার আহ্বান জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, বিরূপাক্ষকে সাসপেন্ড করল IMA বেঙ্গল, দেহ উদ্ধারের দিন RG করে ছিলেন এই বিতর্কিত চিকিৎসক..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।