RG Kar Case: বিরূপাক্ষকে সাসপেন্ড করল IMA বেঙ্গল, দেহ উদ্ধারের দিন RG করে ছিলেন এই বিতর্কিত চিকিৎসক..
IMA Bengal Suspend Doctor Birupaksha Biswas : বিরূপাক্ষকে সাসপেন্ড করল IMA বেঙ্গল, কী অভিযোগ এই বিতর্কিত চিকিৎসকের বিরুদ্ধে ?
কলকাতা: বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল IMA বেঙ্গল। আর জি কর কাণ্ডের পর একের পর এক অভিযোগে বিদ্ধ বিরূপাক্ষ। স্বাস্থ্য় দফতর, রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের পর সাসপেন্ড করল IMA বেঙ্গল। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালে ছিলেন বিরূপাক্ষ। ইতিমধ্যেই আর জি কর মামলায় বিরূপাক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে CBI।
আর জি কর কাণ্ডে সম্প্রতি চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করে IMA বেঙ্গল। IMA-র জলপাইগুড়ি শাখার সম্পাদক সুশান্ত রায় সাসপেন্ড । আর জি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সাসপেন্ড । সুশান্তর প্রশ্রয়েই ধৃত সন্দীপ ঘোষের বাড়বাড়ন্তের অভিযোগ। চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ। থ্রেট সিন্ডিকেটের অভীক, বিরূপাক্ষের মেন্টর বলেও অভিযোগ IMA বেঙ্গলের।অপরদিকে, আর জি কর-কাণ্ডের জেরে সরানো হল আইএমএ-র মালদা শাখার সভাপতিকে। সহ সভাপতির দাবি জানিয়ে বলেন, '৯ অগাস্ট আর জি কর মেডিক্যালের ক্রাইম সিনে থাকার অভিযোগ তাপস চক্রবর্তীর বিরুদ্ধে। উপযুক্ত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আইএমএ-র মালদা শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি। আইএমএ-র মালদা শাখার বৈঠকে সিদ্ধান্ত', দাবি সহ সভাপতির।
আরও পড়ুন, ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, পাল্টা এই জবাব কল্যাণের..
'রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় গিয়েছিলাম। ৯ অগাস্ট বৈঠকের মাঝে হঠাৎই আর জি কর মেডিক্যালে মর্মান্তিক ঘটনার খবর আসে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আর জি কর মেডিক্যালে গিয়েছিলাম। রাত সাড়ে ৪টে থেকে ৬টা-সোয়া ৬টা পর্যন্ত ছিলাম আর জি কর মেডিক্যালে', আইএমএ-র মালদা শাখার সভাপতি পদ থেকে সরানোর পর দাবি তাপস চক্রবর্তীর। অপরদিকে, পড়ুয়া থেকে হাউসস্টাফ-আর জি কর মেডিক্যালে ৫১জনের 'নো এন্ট্রি'। ৫১জনের তালিকায় স্নাতক, স্নাতকোত্তর, হাউস স্টাফ, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ। হাসপাতালের তদন্ত কমিটির সামনে ৫১জনকে হাজিরার নির্দেশ। তার আগে ৫১জনের আর জি কর মেডিক্যালের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।