RG Kar Case: যতদিন বিচার না পাই, আন্দোলন চালিয়ে যান - রাস্তায় যাঁরা নেমেছেন তাঁদের অনুরোধ নির্যাতিতার পরিবারের
Victims Family On RG Kar Case: 'রাখিটা আমি বাধতে পারিনি', আক্ষেপ নিয়ে বললেন নির্যাতিতার দাদা, আরজিকর কাণ্ডে মুখ খুলল নির্যাতিতার পরিবার....
কলকাতা: আরজিকর কাণ্ডে মুখ খুলল নির্যাতিতার পরিবার।যতদিন বিচার না পাই, আন্দোলন চালিয়ে যান - রাস্তায় যাঁরা নেমেছেন তাঁদের অনুরোধ নির্যাতিতার পরিবারের। 'রাখিটা আমি বাধতে পারিনি', আক্ষেপ নিয়ে বললেন নির্যাতিতার দাদা।
এদিন পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়, আমরা বুঝতে পারিনি যে কেন মৃতদেহকে হাসপাতাল থেকে বের করার এত কী তাড়া ছিল প্রশাসনের ? আমরা তো মৃতদেহ বের করার সময় অনেকবার বলেছিলাম প্রশাসনকে, যে আমাদের সময় দিন। কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং যারা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাঁদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা নিশ্চিত করছি আমরাও আপনাদের পাশে আছি।'
পুলিশের বিরুদ্ধে মেয়ের দেহ হাইজ্যাকের অভিযোগ পরিবারের। বলেন, 'মেডিক্যাল টেস্টের আগেই কীভাবে আত্মহত্যার তত্ত্ব? আমাদের ধাক্কা দিয়ে ফেলে মৃতদেহ নিয়ে চলে যায় পুলিশ। দেহ দেখতে বাধা, বারবার প্রিন্সিপালের ঘরে যেতে বলে পুলিশ'। 'কেন মেয়ের দেহ সৎকারে এত তাড়াহুড়ো করেছিল পুলিশ? হাসপাতালে ডেকে সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল পুলিশ। আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলাম, অভিযোগ পরিবারের। 'পুলিশ-প্রশাসনের এত অতিসক্রিয়তা, এত মিথ্যেচার কেন?', পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে শিউরে ওঠার মতো অভিযোগ পরিবারের।
আরও পড়ুন, সারা শহরের আলো নিভিয়ে জ্বলল মোমবাতি, RG Kar কাণ্ডে বেনজির প্রতিবাদ রাজ্যজুড়ে..
আর জি কর-মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে বাংলা তথা সারা দেশ। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। কিন্তু আর জি কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না (RG Kar Case SC Hearing)।আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে বিচারের দাবিতে আজ ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাত দখলে, শহরের রাস্তায় নেমেছে প্রতিবাদীরা।
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।