RG Kar Doctor Death: আরজি কর কাণ্ডে তোলপাড়, সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে
RG Kar Update:এদিন ডাক্তারি পড়ুয়াদের যে বিপুল মিছিল হয়েছে, সেখানে এই দাবিগুলোই ছিল
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: RG করের নবনিযুক্ত প্রিন্সিপাল সহ ৩ আধিকারিককে সরানো হল। পড়ুয়াদের দাবি মেনে সরানো হল এই ৩ আধিকারিকদের। এদিন ডাক্তারি পড়ুয়াদের যে বিপুল মিছিল হয়েছে, সেখানে এই দাবিগুলোই ছিল। স্বাস্থ্যভবনের গিয়ে কর্তাদের সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলেন পড়ুয়ারা।
আর জি কর-কাণ্ডে তোলপাড়, সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে। সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাসিস্টান্ট সুপারকে। সরানো হল আর জি কর মেডিক্যালের চেস্ট মেডিসিনের প্রধানকে। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মেনে সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ-সহ ৪ জনকে।
পড়ুয়াদের দাবি ছিল দায়িত্বগ্রহণের পর থেকে হাসপাতালে আসেননি নবনিযুক্ত অধ্যক্ষা। পড়ুয়াদের দাবি ছিল, অভিভাবকহীন অবস্থায় রয়েছে আরজি কর। যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কেন হাসপাতালে আসছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি ছিল, যিনি অধ্যক্ষা হয়েছেন তিনি জানিয়েছেন নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে তিনি স্বাস্থ্যভবন থেকেই কাজ সামলাবেন। পড়ুয়াদের প্রশ্ন ছিল, যদি অধ্যক্ষা নিজেই নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে পড়ুয়ারা কীভাবে নিরাপদ থাকবেন? বুধবার অবশ্য হাসপাতালে এসেছিলেন অধ্যক্ষা। তাঁকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছেন তাঁর যা জানানোর তিনি স্বাস্থ্যসচিবকে জানিয়েছেন।
স্বাস্থ্যভবন অভিযানে পড়ুয়াদের যা যা দাবি ছিল তা সম্পূর্ণ মেনে নেওযা হয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য় সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, পড়ুয়াদের অন্যতম দাবি ছিল যেগুলি, সেগুলি মেনে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রশাসন চায় আরজি করে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। সেই কারণেই পড়ুয়াদের দাবি মেনে নেওয়া হয়েছে। আরজি কর মেডিক্যালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফার পরে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়েছিল। তিনি এখন বিশেষ ছুটিতে রয়েছেন। স্বাস্থ্যসচিব জানিয়েছেন, পড়ুয়াদের দাবি মেনে সেই বিজ্ঞপ্তিও তুলে নেওয়া হয়েছে।
দিকে দিকে প্রতিবাদ:
চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে। প্রবল বৃষ্টির মধ্যেই পথে নামলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও সানা গঙ্গোপাধ্য়ায়। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের উদ্যোগে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছিল। বৃষ্টির মধ্যে মিছিল হয়, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদও জানানো হয়। মেয়ের সঙ্গে মোমবাতি জ্বালালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের, কত টাকা বাড়াল রাজ্য?