RG Kar Protest: মেয়র সভা করার অনুমতি দিলেও রাতারাতি বদলে গেল সিদ্ধান্ত? তোপ জুনিয়র চিকিৎসকদের
RG Kar Doctor Murder Case: আর জি কর কাণ্ড নিয়ে নিজেদের পরবর্তী অবস্থান কী হবে, আন্দোলনই বা কোন পথে এগোবে, সে সব নিয়েই আলোচনা করতে গণ কনভেনশনের আয়োজন করেছেন জুনিয়র চিকিৎসকেরা।
কলকাতা: আর জি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে নিজেদের পরবর্তী অবস্থান কী হবে, আন্দোলনই বা কোন পথে এগোবে, সে সব নিয়েই আলোচনা করতে গণ কনভেনশনের আয়োজন করেছেন জুনিয়র চিকিৎসকেরা। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে গণ কনভেনশন করার জন্য মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) অনুমতিও পেয়ে গিয়েছিলেন। তবে বুধবার রাতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা অভিযোগ করলেন, কোনও অজ্ঞাত কারণে সেই অনুমতি বাতিল করা হয়েছে। এমনকী, সভা করার জন্য কোনও হলই পাচ্ছেন না তাঁরা!
বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকেরা বললেন, 'অভয়ার বিচারের দাবিতে, আর একটিও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করার লক্ষ্যে, রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে তথা সামগ্রিক জনজীবনে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমরা, WBJDF আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী ২৭শে সেপ্টেম্বর একটি গণকনেভনশনের আয়োজন করতে চলেছি।'
এরপরই তাঁদের অভিযোগ, 'গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম। কিন্তু আজ কোনও এক অজ্ঞাত কারণে তাঁরা আমাদের বুকিং বাতিল করে দিয়েছেন। সেই সঙ্গে একাধিক বড় সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, 'তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে। এখনও কেন তোমরা এসব যুক্তিহীন কর্মসূচি করছো?'
গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। এভাবে তাঁদের থামিয়ে রাখা বা আন্দোলন বন্ধ করে দেওয়া যাবে না বলে জোরাল দাবি করেছেন তাঁরা। জুনিয়র চিকিৎসকেরা বলেছেন, 'আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই, অভয়ার ন্যায়বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না। আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ আন্দোলনকে আরও তীব্র আকার দেবেন।'
আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ত্রাণ নিয়ে প্লাবিত এলাকায় হাজির দাদার দূতেরা
তাঁরা আরও বলেছেন, 'আমরা আপনাদের কাছে উক্ত কনেভনশনকে সফল করার আবেদন করব। আমরা SSKM হাসপাতালের অডিটোরিয়ামে বিকেল চারটে থেকে এই গণকনেভনশন করব। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণ কনেভনশন থেকে ঘোষণা করব। বিচার না পাওয়া অবধি আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে তীব্রতর হবে।'
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।