RG Kar Protest : CBI বলেছে, আমাদের যা এভিডেন্স আছে ... কী জানালেন নির্যাতিতার বাবা?
CBI On RG Kar Hospital Doctor Death : CBI জানতে চাইছে, সেমিনার রুমেই কি তাঁকে খুন ও ধর্ষণ করা হয়েছিল? নাকি অন্যত্র খুন করে, সেমিনার রুমে মৃতদেহ এনে রাখা হয়েছিল?
আবির দত্ত, প্রকাশ সিন্হা, হিন্দোল দে, কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে CBI । বুধবার রাতের তাণ্ডবের পর বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজে যায় CBI-এর টিম।
সূত্রের দাবি, কেন্দ্রীয় তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, রাতে কী কী ভাঙচুর করা হয়েছে? কেন হামলা? চিকিৎসক খুনের সঙ্গে কি এই হামলার কোনও যোগ থাকতে পারে, সেইসব বিষয় জানার চেষ্টা করছে CBI.
এছাড়াও যেখানে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই সেমিনার রুমের কোনও ক্ষতি করা হয়েছে কিনা বা সেরকমই কিছু উদ্দেশ্য ছিল কিনা, তাও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। সেই সঙ্গে CBI আরও জানতে চাইছে, যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানেই কি তাঁকে খুন ও ধর্ষণ করা হয়েছিল? নাকি অন্যত্র খুন করে, সেমিনার রুমে মৃতদেহ এনে রাখা হয়েছিল?
এদিকে চিকিৎসক খুন ও ধর্ষণের তদন্তে বৃহস্পতিবার, চতুর্মুখী জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি। আর জি কর মেডিক্যালের প্রাক্তন মেডিক্য়াল সুপারিনটেন্ডেন্ট, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং আরও একজন চিকিৎসককে CGO কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘটনার পর থেকে কোন পথে এগিয়েছিল তদন্ত, সে বিষয়ে জানাতে এদিন টালা থানার ওসি ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ৩ অফিসারও CGO কমপ্লেক্সে যান। পাশাপাশি, আর জি কর মেডিক্যাল কলেজের ৮ জন পড়ুয়া-চিকিৎসককেও এদিন জিজ্ঞাসাবাদ করে CBI। ৮ জনের মধ্যে সেই চারজনও ছিলেন, মৃত্যুর আগে যাঁদের সঙ্গে রাতে খাবার খেয়েছিলেন নিহত চিকিৎসক। বৃহস্পতিবার নিহতের বাড়িতেও যায় CBI-এর টিম।
এদিন নিহত চিকিৎসকের বাবা সংবাদমাধ্যমকে জানান, তিনি আশাবাদী এই ঘটনায় আসল খুনি শাস্তি পাবে। তাঁকে
সিবিআই জানিয়েছে, গোয়েন্দাদের হাতে যা তথ্য প্রমাণ আছে, তাতে তারা দোষীকে চিহ্নিত করতে পারবে। অবশ্য়ই তার চরম শাস্তি হবেএবং যত তাড়াতাড়ি সম্ভব দেব, আশ্বাস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।
নির্যাতিতার বাবা আরও জানান, তাঁরা চান দোষী ধরা পড়ুক, ক্ষতিপূরণের টাকা নয়। বরং দোষীর শাস্তি না হলে, তাঁরা যদি ক্ষতিপূরণের টাকা নেন, তাহলে তাঁদের মৃতা মেয়েই দুঃখ পাবে। নির্যাতিতার বাবা - মা উভয়েই সারা দেশব্যাপী আন্দোলনকারীদের ধন্যবাদ জানান।
আপাতত CBI খতিয়ে দেখছে , ধৃত সঞ্জয় রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ও কল রেকর্ড। কারণ, কেন্দ্রীয় এজেন্সি জানতে চায়, ঘটনার আগে-পরে কোথায় ছিল সঞ্জয়? কাদের সঙ্গে, কতক্ষণ কথা বলেছিল? এখন দেখার, কবে রহস্যের কুলকিনারা করতে পারে সিবিআই।
আরও পড়ুন