RG Kar Lady Doctor's Death: 'গায়ে কোনও কাপড় ছিল না, চশমাটা ভেঙে গেছে, ভাল মেয়ে ছিল আমার'... ডুকরে উঠলেন মা
Lady Doctor's Death: শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই মহিলা চিকিৎসকের দেহ।
কলকাতা : মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্যের প্রথম সারির হাসপাতাল আর জি কর। ঘটনার জেরে কর্মবিরতিতে চিকিৎসকরা। বিক্ষোভ দেখিয়েছে এসইউসিআই, বিজেপি। আততায়ী চিকিৎসকের পরিচিত বলে প্রাথমিক অনুমান পুলিশের, এমনই খবর সূত্রের। এদিকে ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয়েছে পরিবার। RG Kar Hospital Lady Doctor's Death
মৃত মহিলা চিকিৎসের মা বলেন, "আমার মেয়েকে খুন করেছে। আমার মেয়ের মতো ভাল মেয়ে হয় না। অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। চশমাটা ভেঙে গেছে। গায়ে কোনও কাপড় ছিল না। সিসি টিভি ক্যামেরা ছিল না ভেতরে। সবকিছু অগোছাল।"
ঘটনায় মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মহিলা চিকিৎসকের বাবা।তিনি বলেন, "ধর্ষণ করে খুন করা হয়েছে বলে আমাদের বিশ্বাস। মেয়ে তো চলে গেছে। যেন সুবিচার পায় সেই চেষ্টা করছি। এরা বিষয়টা দেরি করছে। আমাদের দুই ঘণ্টা বসিয়ে তারপরে ঢুকতে দিল। ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে পুরো। খুন করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে।"
ঘটনাটা কী ?
আরজি কর হাসপাতালে (RG Kar medical colleage) পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড ইয়ারের ট্রেনি মহিলা ডাক্তারের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হল। শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই মহিলা চিকিৎসকের দেহ। চেস্ট মেডিসিন বিভাগের পোস্ট গ্র্যাজুয়েটের সেকেন্ড ইয়ারের পড়ুয়া ওই মহিলা চিকিৎসক বৃহস্পতিবার হাসপাতালে নাইট ডিউটি করছিলেন। রাত ১২টার পর বন্ধুদের সঙ্গে ডিনারও করেন তিনি। তারপর থেকে ওই মহিলা চিকিৎসকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ চারতলার সেমিনার হল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মৃতার মোবাইল ফোন ও ল্যাপটপ। তার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাকি ডাক্তারি পড়ুয়াদের মধ্যে। কর্তব্যরত অবস্থার মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল,তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে মৃত মহিলা চিকিৎসকের বাবা-মার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।