RG Kar Lady Doctor's Murder: 'শরীরে ড্রাগ পুশ করে পাশবিক অত্যাচার', আরজি কর-কাণ্ডে বিস্ফোরক দাবি TMC নেতার; নিশানায় কারা ?
Bankura News: ওন্দায় তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতেই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা।
কলকাতা : আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের নিশানায় বাম-বিজেপি । 'তৃণমূলকে বদনাম করতে চিকিৎসকের উপর বাম-বিজেপির হার্মাদের অত্যাচার' বলে অভিযোগ তুললেন শাসকদলের এক নেতা। শরীরে ড্রাগ ঢুকিয়ে ধর্ষণের বিস্ফোরক দাবি করেন বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা। এমনকী বাম-বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নির্যাতিতার নামও মুখে আনলেন তৃণমূল নেতা ! এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কীভাবে কোর্টের নির্দেশ অমান্য করে নির্যাতিতার নাম প্রকাশ করা হল ? ওন্দায় তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতেই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। RG Kar Medical College and Hospital Incident
ওই তৃণমূল নেতা বলেন, "আরজি কর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হার্মাদরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য আর রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগ খাইয়ে, নেশা খাইয়ে, সেই ম্যাডামের শরীরে ড্রাগ পুশ করে দিয়ে তাঁর ওপর পাশবিক অত্যাচার করে, ধর্ষণ করে তাঁকে মারা হয়েছে। এর প্রতিবাদ তৃণমূল প্রথম দিন থেকে করে এসেছে। দোষীদের কলকাতা পুলিশ সাব্যস্ত করে জেলে পুরেছে। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশমতো তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে।"
তৃণমূল নেতার দাবির পাল্টা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, 'একজন সমাজ-বিরোধী, একজন দুষ্কৃতকারী , জেলখাটা আসামি এবং বহু লোককে চাকরি করে দেওয়ার নামে টাকা নেওয়া আদমি, সে কালকে ঘোষণা করেছে যে, নির্যাতিতাকে বিজেপি আর সিপিএম মেরেছে। তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে। তাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। মমতা ব্যানার্জি একজন সৎ মহিলা, ওঁকে কালি ছেটানোর জন্য এসব করা হচ্ছে। কী আছে, না আছে সঠিক তথ্য দিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি।'
অন্যদিকে, প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অরূপ খাঁ বলেন, "কিছু কিছু সময় কিছু কিছু কথার উত্তর দেওয়ার ...হয়তো উচ্ছ্বাসের-আবেগের মধ্যে দিয়ে কিছু কথা বেরিয়ে আসতেই পারে। সেটা নয়। কিন্তু, আজ এটার তো প্রতিবাদ হওয়া উচিত...একজন মুখ্যমন্ত্রীকে এভাবে ন্যক্কারজনকভাবে একজন বিধায়ক ...তিনি দায়িত্বপূর্ণ পদে রয়েছেন...তিনি কী করে এই কথা বলেন ?"
আরও পড়ুন ; '২৭ তারিখ নবান্ন অভিযান, অন্য দেশের মতো আমাদের মুখ্যমন্ত্রীকে চলে যেতে হবে'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।