RG Kar Lady Doctor's Murder: 'কাউকে বাঁচানোর চেষ্টা করিনি, কোনও ভুল করিনি', মেজাজ হারালেন CP; ওড়ালেন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তত্ত্বও
Vineet Goyal : বারবার কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকায় এবার মেজাজ হারালেন সিপি বিনীত গোয়েল।
কলকাতা : আরজি কর হাসপাতালে চিকিৎসককে খুন করে হত্যার ঘটনায় গোড়া থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। যদিও এই মামলার তদন্তভার এবার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দায়িত্ব নিয়ে কাজও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বারবার কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকায় এবার মেজাজ হারালেন সিপি বিনীত গোয়েল। 'আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করিনি' বলে স্পষ্ট মন্তব্য করলেন তিনি। নস্যাৎ করলেন একাধিক অভিযোগও।
কী বললেন তিনি ?
সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুলিশ কমিশনার বলেন, "কলকাতা পুলিশ কী করেনি ? এই মামলায় সবকিছু করা হয়েছে। প্রমাণ সংগ্রহ করতে আমার কর্মীরা দিনরাত কাজ করেছেন। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা পরিবারকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। গুজব ছড়ানো হয়েছে যে, কোনও রাজনৈতিক মহাপাত্র এর সঙ্গে জড়িত। তিনি একজন ইন্টার্ন। যার বাবা-মা বিষয়টি ভেরিফাই করেছেন। ছোট জায়গা থেকে এসেছেন। ওঁর বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক। কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তাঁদের। কেউ কেউ বলছেন, তিনি ওর বন্ধু। এটা দুর্ভাগ্যজনক। যা ঘটেছে তাতে আমি প্রচণ্ড ক্ষুব্ধ। আমরা কোনও ভুল করিনি। আমরা কখনো বলিনি যে একজন ব্যক্তি যুক্ত আছেন। আমরা বলেছি, আমরা বিজ্ঞানসম্মত প্রমাণের অপেক্ষায় আছি। সেটা সময় লাগে। অভিযুক্ত একই কথা বলে যাচ্ছেন। আমাদের কিছু সাপোর্ট করার নেই। কোনও গুজবের ওপর ভর করে কোনও পিজি ছাত্রকে গ্রেফতার করতে পারি না। আমি এটা করতে পারি না। এটা আমার বিবেক বিরুদ্ধে। আমি একটা বিষয় পরিষ্কার, যেটা ঠিক সেটাই আমরা করেছি। এবার সিবিআই তদন্ত করছে। ওরাও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। আমরা সিবিআইকে সবরকম সাহায্য করব। আমরা পরিবারের সঙ্গে স্বচ্ছ থেকেছি। প্রত্যেকের সঙ্গে স্বচ্ছ থেকেছি। আমরা ছাত্রদের বলেছিলাম, আপনারা একটি কমিটি গড়ুন। যেটা আপনাদের সন্দেহ তা আমরা পরিষ্কার করব। মিথ্যা অপ্রপ্রচার চলছে অনেক। হাড় ভাঙা হয়েছে। এটা করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে তার বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। আমরা কলকাতার মানুষের সঙ্গে আছি। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ঘটনাটা ঘটা উচিত ছিল না। অন্তর থেকে বলছি, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করিনি। সিবিআই যদি সেটা প্রমাণ করতে পারে...। আমরা দায়িত্বশীল বাহিনী। এভাবে প্রমাণ নষ্ট করতে পারি না।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।