RG Kar Live Update: বাড়ছে রাত, তীব্র হচ্ছে প্রতিবাদের ভাষাও
RG Kar Live Blog Update: আর জি কর মেডিক্যালের সেই সেমিনার রুমে ওরা কারা? আর জি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য দানা বেঁধেছে! পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য
LIVE
![RG Kar Live Update: বাড়ছে রাত, তীব্র হচ্ছে প্রতিবাদের ভাষাও RG Kar Live Update: বাড়ছে রাত, তীব্র হচ্ছে প্রতিবাদের ভাষাও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/01/4b032689df47c5f0c8efc37e5789eb631725187581060990_original.jpeg)
Background
কলকাতা: যত রাত বাড়ছে ততই বাড়ছে আন্দোলেনর তীব্রতা। গান ও স্লোগানে আরজি করের চিকিৎসক মৃত্যুর বিচার চাইছে নাগরিক সমাজ। একে একে কলকাতার প্রাণকেন্দ্রে বাড়ছে মানুষের সংখ্যাও।
দিন বদলের ডাকে রাত জাগছে ধর্মতলা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাতভর চলছে আন্দোলন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয় যাতে রাস্তার ওপর দাঁড়িয়ে ঘুষ নিতে দেখা যায় পুলিশকে। ছবিটি ফেক বলে দাবি করে অস্বস্তিতে পড়েছে কলকাতা পুলিশ।
ধর্মতলার ধর্না মঞ্চে মহিলাদের সঙ্গে অভব্যতার জের, মত্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক তাপস পালকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা যাবে।
মত্ত অবস্থায় এসে ধর্মতলায় অবস্থানে থাকা মহিলাদের হেনস্থা করার অভিযোগ। মত্ত যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে পুলিশের একটি সাদা ভ্যানে ওই এলাকা থেকে সরিয়ে যাওয়া হয়। তবে ওই মত্ত যুবককে আটক না গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি পুলিশের তরফে।
"১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?" প্রশ্ন তুললেন আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক।
আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল ডাঃ সুদীপ্ত রায়কে। প্রাক্তনী ছাত্র সংসদ থেকে সরানো হল ১০ জন চিকিৎসককেও।
গোলপার্কে ভোর ৪টে পর্যন্ত ধর্নার সিদ্ধান্ত শিল্পীদের।
আরজি কর কাণ্ডে প্রতিবাদ করার জন্য এবার বিরোধীদের কুকুর বলে অভিহিত করলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী।
RG কর কাণ্ডে প্রতিবাদে হাজরায় মানববন্ধন বিক্ষোভকারীদের।
RG কর কাণ্ডে প্রতিবাদ রোখার ডাক ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। তাঁর মন্তব্যের অডিও ভাইরাল হয়েছে।
উত্তর থেকে দক্ষিণ, রবিবারেও রাজপথে মিছিল বিভিন্ন ক্ষেত্রের মানুষদের।
প্রশাসন এমন কাজ করবে কেন, যে পরিস্থিতি সামলাতে 'বিচার চাই' কর্মসূচি নিতে হবে শাসক দলকে? আর জি কর-কাণ্ডের মধ্যে ফের বিস্ফোরক কুণাল। হঠাৎ জাগ্রত বহুরূপীর বিবেক, খোঁচা সজলের।
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের। আর জি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। ফের পথে শিল্পীরা।
আর জি কর মেডিক্যালের সেই সেমিনার রুমে ওরা কারা? আর আর জি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। ফের পথে শিল্পীরাজি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য দানা বেঁধেছে! পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশের দাবি খারিজ করেছে IMA রাজ্য শাখা। ওই ব্যক্তি SSKM-এর চিকিৎসক বলে পাল্টা দাবি তাদের। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করে লালবাজার। আরজি করে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে এত মানুষের ভিড় কেন ছিল ? ওই সময় কি সুযোগ বুঝে তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে ? এনিয়ে নানা প্রশ্নের মাঝেই বাড়ছে রহস্যের বাতাবরণ। সেমিনার রুমে ঘটনাস্থলে উপস্থিত একাধিকজনের পরিচয় নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। এনিয়ে কলকাতা পুলিশ ও IMA-র রাজ্য শাখার দুই রকম মতামত উঠে আসছে। যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, তার ঠিক কাছেই ছিলেন লাল জামা পরা এক ব্যক্তি। যাকে নিয়েই যাবতীয় বিতর্ক দানা বেঁধেছে।
অন্যদিকে, পুলিশের দেখানো ছবিতে বাদ, বেগুনি জামা পরা একজনকে নিয়েও ভাইরাল ছবিতেও ধোঁয়াশা। বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বলে সন্দেহ আইএমএ বেঙ্গলের। আর জি করে এবার লাল-বেগুনি পোশাক রহস্য। হাসপাতালে থাকলেও কেউ ঘটনাস্থলে ছিলাম না, দাবি বিরূপাক্ষের। বাড়িতে গিয়েও খোঁজ মিলল না অভীকের। আর জি কর কাণ্ডে এবার বিতর্কে সন্দীপ ঘনিষ্ঠ অভীক। হুমকি- সংস্কৃতি চালিয়ে যাওয়ার অভিযোগে বর্ধমান মেডিক্যালে বিক্ষোভ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
RG Kar Live Update: বাড়ছে রাত, তীব্র হচ্ছে প্রতিবাদের ভাষাও
যত রাত বাড়ছে ততই বাড়ছে আন্দোলেনর তীব্রতা। গান ও স্লোগানে আরজি করের চিকিৎসক মৃত্যুর বিচার চাইছে নাগরিক সমাজ। একে একে কলকাতার প্রাণকেন্দ্রে বাড়ছে মানুষের সংখ্যাও।
RG Kar Live News Update: দিন বদলের ডাকে রাত জাগছে ধর্মতলা
দিন বদলের ডাকে রাত জাগছে ধর্মতলা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাতভর চলছে আন্দোলন। নাগরিক সমাজের মিছিলের শেষে ধর্না চলছে ধর্মতলায়।
RG Kar Live Update: রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিচ্ছে পুলিশ! ভাইরাল ছবি ফেক বলে দাবি কলকাতা পুলিশের
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয় যাতে রাস্তার ওপর দাঁড়িয়ে ঘুষ নিতে দেখা যায় পুলিশকে। ছবিটি ফেক বলে দাবি করে অস্বস্তিতে পড়েছে কলকাতা পুলিশ।
RG Kar Live Update: ধর্মতলার ধর্না মঞ্চে মহিলাদের সঙ্গে অভব্যতার জের, মত্ত যুবককে গ্রেফতার করল পুলিশ
ধর্মতলার ধর্না মঞ্চে মহিলাদের সঙ্গে অভব্যতার জের, মত্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক তাপস পালকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা যাবে।
RG Kar Live Update: ধর্না মঞ্চে মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণ মত্ত যুবকের, উত্তেজনা ধর্মতলায়
মত্ত অবস্থায় এসে ধর্মতলায় অবস্থানে থাকা মহিলাদের হেনস্থা করার অভিযোগ। মত্ত যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)