RG Kar Case News Live Updates: দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন, হুঙ্কার জুনিয়র চিকিৎসকদের
RG Kar Protest Live News: স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, 'শর্তের পেছনে রাজনীতি রয়েছে। ওরা নির্যাতিতার সুবিচার চায় না, রাজনীতি করা হচ্ছে'

Background
কলকাতা: জট কাটল না। বরং বাড়ল জটিলতা। মুখ্যসচিবের চিঠির পাল্টা জুনিয়র ডাক্তাররা যে শর্ত দিয়েছে, তাতে রাজনীতি দেখছে রাজ্য সরকার। পাল্টা আন্দোলনকারীদের দাবি, তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, 'আমরা অন্ততপক্ষে ৩০ জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা ২৬টা মেডিক্যাল কলেজ এবং আরও জনসাধারণের মধ্য়ে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই ১০, ১২ বা ১৫ এই প্রতিনিধিটা আমরা সহমত হতে পারিনি।'
অন্যদিকে, স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, 'শর্তের পেছনে রাজনীতি রয়েছে। ওরা নির্যাতিতার সুবিচার চায় না, রাজনীতি করা হচ্ছে'। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, 'আমাদের আন্দোলন সমপূর্ণ অরাজনৈতিক... সরকার আমাদের নৈতিক আন্দোলন না মানলে কিছু করার নেই'।
ই-মেলের পাল্টা ই-মেল... ডাকের পাল্টা শর্ত... দু'পক্ষই অবস্থানে অনড়। রাজ্য় সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্য়ে দীর্ঘ স্নায়ুযুদ্ধের পরও বরফ তো গললই না... উল্টে জট আরও বাড়ল। চন্দ্রিমা ভট্টাচার্য্য বললেন, '২ ঘণ্টা পরে কিছু শর্ত দিয়ে। সেই শর্ত নিয়ে কথা বলতে হবে। মানুষ জানে খোলা মনে বসতে চাইছে। কোনও শর্ত দিয়ে নয়। অর্থাৎ খোলা মন নেই। পিছনে কোনও রাজনীতির খেলা আছে।এত চিন্তা করতে। খোলা মনে আলোচনা চায় না।' আন্দোলনরত জুনিয়র চিকিৎসক কিঞ্জল এদিন বলেন, ' ২৬টি মেডিক্যাল কলেজ তার যারা প্রতিনিধি, অন্ততপক্ষে তাঁদেরকে তো যেতে দিতে হবে। এটা তো কোনও রাজনৈতিক দল নয়, যে ১০জন গেলাম, ২ জন গেলাম, ৩ জন গেলাম। ৪জন গেলাম। একটা ক্লোজ ডোর মিটিং হল। সমঝোতা হল। তা তো নয়। আমরা একটা সমাধান খুঁজতে এসেছি।' মুখ্যসচিবের চিঠির পাল্টা জুনিয়র ডাক্তাররা যে শর্ত দিয়েছে, তাতে রাজনীতি দেখছে সরকার। পাল্টা আন্দোলনকারীদের দাবি, তাঁদের আন্দোলন সমপূর্ণ অরাজনৈতিক। কিঞ্জল বলেন, 'লাইভ টেলিকাস্ট করতে চাই স্বচ্ছতার স্বার্থে। শুধুমাত্র ৫ দফা দাবি নিয়ে আলোচনা। মুখ্যমন্ত্রী যেন থাকেন'
চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন, 'সেই মেলকে কেন্দ্র করে মেল ভোর ৩টে ৪৫। কোনও মেল ৩.৪৫-এ মেল কি খুব স্বাভাবিক? তবে কি রাজনীতি লুকিয়ে আছে? ৩টে ২৩-এ মুখ্যসচিব ৬টা আসতে বললেন। উত্তর এল ২ ঘণ্টা পরে কিছু শর্ত দিয়ে। ওদের তরফে নানারকম দাবিদাওয়া করা হচ্ছে। রাজনীতির প্রোভোকোশনে পা দেবে না। খোলা মনে আলোচনা চাই, শর্ত দিয়ে নয়'। মঙ্গলবারের পর বুধবারও স্বাস্থ্য় প্রতিমন্ত্রী বলেন, মুখ্য়মন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য় নবান্নে অপেক্ষা করেছিলেন! কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁদের পাঠানো ই-মেলে কোথাও বলাই ছিল না মুখ্য়মন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
R G Kar Doctor Death: সরকার-আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ, নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী
সরকার-আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ, নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী
Junior Doctors Protest: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের






















