RG Kar News : বৈঠকের প্রস্তাবে সাড়া, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা
RG Kar News : বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক বলে জানান মুখ্যসচিব। সেই সঙ্গে বলে দেওয়া হয়, কোনও ভাবেই বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং করা হবে না।
কলকাতা : সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদেপ 'শেষবারের মতো বৈঠকের' ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছে, শেষবারের জন্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছে রাজ্য। মুখ্যসচিবের চিঠি
তে তাঁদের ৪.৪৫-এ কালীঘাটে যেতে বলা হয়। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক বলে জানান মুখ্যসচিব। সেই সঙ্গে বলে দেওয়া হয়, কোনও ভাবেই বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং করা হবে না। মিনিটস অফ দ্য মিটিং-এ সই করে সেই কপি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।
এই শর্তে জুনিয়র ডাক্তাররা রাজি আছেন কি না, তা জানতে সকলেই ছিলেন অপেক্ষায়। এই নিয়ে সকলে আলোচনায় বসেন। তারপর বাসে রওনা হন কালীঘাটের উদ্দেশে। তবে তাঁরা লাইভ স্ট্রিমিং ছাড়াই রাজি কি না , তা জানা যাবে কিছুক্ষণেই। সুপ্রিম কোর্টের শুনানির আগে শেষপর্যন্ত হবে বৈঠক? কাটবে অচলাবস্থা? আর জি কর-কাণ্ডে কাল সুপ্রিম কোর্টে শুনানি, কাটবে জট? এখন সময়ের অপেক্ষা।
জানা যাচ্ছে, দুপুর ৩.৪৫ এ বৈঠকে যাওয়ার কথা বলে মুখ্যসচিবকে ইমেল পাঠান আন্দোলনকারীরা। সেখানে বলা হয়, 'বৈঠক কোনও প্রশাসনিক জায়গায় হলে ভাল হত। স্বচ্ছতা বজায় রেখেই বৈঠকে যোগ দিতে চাই'। এছাড়াও তাঁরা উল্লেখ করেন, বৈঠকের ভিডিওগ্রাফি করতে হবে। ২ তরফে ভিডিওগ্রাফি করা না গেলে ভিডিও করে বৈঠকের পরেই তা তাঁদের হাতে তুলে দিতে হবে। অথবা, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বৈঠকের কার্যবিবরণীতে দু'পক্ষেরই সই থাকতে হবে। সেই সঙ্গে আলোচনায় ধর্ষণ-খুনে সন্দীপ ঘোষের গ্রেফতারির প্রসঙ্গে যেন কথা বলা হয় , এমন দাবি রাখা হয়েছে।
অন্যদিকে জুনিয়র ডক্টরস ফোরামের একাংশ ও রেসিডেস্ট ডক্টরস ফোরাম দিল্লি থেকে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে জুনিয়র ডক্টরদের তরফে বলা হয়, বলেন, 'চিকিৎসক ধর্ষণ-খুনের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। আর জি কর মেডিক্যালে হামলার সময় নিষ্ক্রিয় ছিল পুলিশ। আর জি কর মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। সবাই বিচারের দাবিতে পথে নেমেছেন' বলেন ডাক্তাররা।
স্বাস্থ্য ভবনের সামনে ধর্না সোমবার সপ্তম দিনে পড়েছে। বৃষ্টি মাথায় নিয়ে সারারাত - দিন অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি একটাই, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ন্যায়বিচার আর দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে এখনও ৫ দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। তবে লাইভ স্ট্রিমিং ছাড়া শুক্রবার তাঁদের বৈঠক সফল হয় কি না সেটাই দেখার।
গতকাল বৃষ্টি উপেক্ষা করেই ফের পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্তসেই মিছিলে মিশে গিয়েছিল আমজনতা।
আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে