Junior Doctors Hunger Strike: '৩৪ ঘণ্টা অতিক্রান্ত ! যদি দেখি ১০টা পেরিয়ে যাচ্ছে...,' অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে চড়ছে পারদ
Bio Toilets: টয়লেট ব্যবহার করতে গেলে স্থানীয় থানার অনুমতি লাগবে বলেও জানানো হয়।
![Junior Doctors Hunger Strike: '৩৪ ঘণ্টা অতিক্রান্ত ! যদি দেখি ১০টা পেরিয়ে যাচ্ছে...,' অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে চড়ছে পারদ RG Kar News Junior Doctors were stopped to place bio toilets near Dharmatala Hunger Strike stage Junior Doctors Hunger Strike: '৩৪ ঘণ্টা অতিক্রান্ত ! যদি দেখি ১০টা পেরিয়ে যাচ্ছে...,' অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে চড়ছে পারদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/07/cdf07317ef93cf88047e5ea40ee365121728269413401170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ধর্মতলায় অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র চিকিৎসকদের । আজ সকাল ৬টা নাগাদ দু'টি বায়ো টয়লেট নিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। অনশন মঞ্চের পাশে সেগুলি বসানো হয়। কিন্তু ধর্মতলা গ্রিন জোন হওয়ায় সেখানে এই টয়লেট বসানো যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ। টয়লেট ব্যবহার করতে গেলে স্থানীয় থানার অনুমতি লাগবে বলেও জানানো হয়। সেই অনুমতি না মেলায় টয়লেট বসলেও তা ব্যবহার করতে পারছেন না জুনিয়র চিকিৎসকরা। এই নিয়েই দু'পক্ষের বাদানুবাদ চলে বেশ কিছুক্ষণ।
এপ্রসঙ্গে এক আন্দোলনকারী বলেন, "আমাদের সঙ্গে পুলিশের কথা হয়ে গেছে। তারা বলেছে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। তাদের কাছে এখনও উপর মহল থেকে নির্দেশ আসেনি। অর্ডারের জন্য আমরা অপেক্ষা করছি। আপাতত আমরা এটা ব্যবহার করছি না। আমরা শুধু প্লেস করেছি। এখন ইউজেবল নয়। আমরা অনুমতির জন্য অপেক্ষা করে রয়েছি। এটা সকালবেলা। টয়লেট ব্যবহার করাটা খুবই জরুরি। আমাদের কাছে ওরা অনুরোধ করেছে যে আরও কিছুক্ষণ এক্সটেন্ড করার। ওদের কাছে এখনও সঠিকভাবে নির্দেশ আসেনি। নির্দেশের অপেক্ষা করছি। যদি দেখি, ১০টা পেরিয়ে যাচ্ছে, বা সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা ব্যবহার করব। কারণ, কালই আমাদের এক আন্দোলনকারী টয়লেটে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এই বায়ো টয়লেটগুলো থানায় বহুক্ষণ আটকে রাখা হয়েছিল। অনেক কষ্ট করে সেগুলো ছাড়িয়ে এনে প্লেস করেছি। এই মুহূর্তে ব্যবহার করছি না। যে মুহূর্তে নির্দেশ আসবে সেই মুহূর্তে ব্যবহার করব।"
এদিকে ধর্মতলায় আমরণ অনশনে যোগ দিয়েছেন আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে। দাবিপূরণে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। আমরণ অনশন আন্দোলনেও পুলিশের বিরুদ্ধে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে। বায়ো টয়লেট ঢুকতে বাধা। ফেরানো হচ্ছে ডেকরেটর্সের গাড়িও। জুনিয়রদের পাশে দাঁড়াতে রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স-এর।
আন্দোলন চলছে। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। যাঁরা সাধারণ মানুষের জীবন বাঁচান, দাবি আদায়ে তাঁরাই বাজি রেখেছেন জীবন। শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছেন ৪টি মেডিক্যাল কলেজে ৬ জুনিয়র চিকিৎসক। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে উঠেছে আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ। বায়ো টয়লেট বসাতে বাধা দেওয়ার পাশাপাশি, ডেকরেটরদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত এদিন সকালে বায়ো টয়লেট তৈরি করেন আন্দোলনকারীরাই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)