RG Kar News Live Update: 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক', দাবি মৃত চিকিৎসকের পরিবারের
RG Kar Update: তদন্তে একাধিক প্রশ্ন তুলে অধ্যক্ষেরও গ্রেফতারির দাবি। কাদের প্রশ্রয়ে প্রভাবশালী রায়? কারা রটিয়েছিল আত্মহত্যার তত্ত্ব? মুখ খোলান।
LIVE
Background
আর জি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কার প্রাপকদের। দোষীদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৭০ জনের বেশি পদ্ম পুরস্কারপ্রাপক। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তায় পৃথক আইন করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুরু করল সুপ্রিম কোর্ট। ২ আইনজীবী চিঠি লিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত এই মামলা গ্রহণের জন্য আবেদন করেছিলেন।
RG করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করায় চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। তার প্রতিবাদে কলকাতা পুলিশের সদর দফতরে মিছিল করে যাওয়া সিদ্ধান্ত চিকিৎসকদের সংগঠনের।
রবিবার কলকাতা শহর তথা রাজ্যজুড়ে RG কর কাণ্ডের প্রতিবাদ মিছিল করলেন বিভিন্ন স্তরের মানুষরা। যুবভারতী যাওয়ার পথে ফুটবল ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে উত্তাল হয়ে উঠল বাইপাসও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় প্রশ্ন মৃত চিকিৎসকের মায়ের।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে জেরা করার দাবি তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। শনিবার রাতে এই পোস্ট করার পর রবিবার সকালে তাঁকে তলব করে লালবাজার। কিন্তু, তিনি যাননি। রবিবার রাতে তাঁকে ফের তলব করা হয়েছে।
ফুটবল প্রেমীদের প্রতিবাদ আটকাতে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল যুবভারতী স্টেডিয়ামের আশপাশে। RG করে হামলার দিন এরা কোথায় ছিল? প্রশ্ন ফুটবল সমর্থকদের।
ডার্বি বাতিলের প্রতিবাদে ময়দানে নেমে প্রতিবাদ জানালেন তিন প্রধানের সমর্থকরা। এর জেরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হল তাঁদের।
ডার্বি বাতিলের প্রতিবাদে যুবভারতীর বাইরে জমায়েতে যাওয়া ফুটবল ভক্তদের আটকাতে কাদাপাড়ায় লাঠিচার্জ করল পুলিশ। এর জেরে প্রশ্ন উঠছে আরজি করে হামলার দিন এত নিরাপত্তা কোথায় ছিল।
চিকিৎসক মৃত্ন্যর ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এবার পথে নামল RG কর হাসপাতালের প্রতিষ্ঠাতা-চিকিৎসক রাধাগোবিন্দ করের পরিবার।
ডার্বি বাতিলের জেরে বিকেল পাঁচটার সময় যুবভারতীর সামনে জমায়েতের পরিকল্পনা নিয়েছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। তা আটকাতে যুবভারতীর অনেক আগে থেকেই ব্যারিকেড করে রেখে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী। তাঁরা রাস্তা আটকাতেই ব্যারিকেড ঠেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রতিবাদীরা। যার ফলে পুলিশের সঙ্গে শুরু হয় সংর্ঘষ। এর জেরে নিমিষে রণক্ষেত্রে পরিণত হয় বাইপাস। আটকে যায় যান চলাচল।
ডার্বি বাতিলের জেরে বিকেল পাঁচটার সময় যুবভারতীর সামনে জমায়েতের পরিকল্পনা নিয়েছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা।
ডার্বি বাতিলের জেরে বিকেল পাঁচটার সময় যুবভারতীর সামনে জমায়েতের পরিকল্পনা নিয়েছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। তা আটকাতে যুবভারতীর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী।
আরজি কর কাণ্ডের জেরে ডুরান্ডের ডার্বি ম্যাচে অস্ত্র নিয়ে জমায়েতের পরিকল্পনা ছিল বলে দাবি করেছে পুলিশ। সেই কারণে ম্যাচ বাতিল হয়েছে। যার প্রতিবাদে আজ বিকেল পাঁচটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা।
আর জি কর কাণ্ডে সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চান খোদ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর। তদন্তে একাধিক প্রশ্ন তুলে অধ্যক্ষেরও গ্রেফতারির দাবি। কাদের প্রশ্রয়ে প্রভাবশালী রায়? কারা রটিয়েছিল আত্মহত্যার তত্ত্ব? মুখ খোলান। সিবিআইকে সন্দীপ-সিপিকে হেফাজতে নেওয়ার দাবি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের।
চিকিৎসককে ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই আরজি কর সংলগ্ন এলাকায় ৫ জনের বেশি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আজ থেকে ৭দিনের জন্য মিটিং-মিছিলে কড়াকড়ি।
মমতার ইস্তফা চেয়ে দিল্লিতে বিক্ষোভ এবিভিপির। রাজনীতি বন্ধ করুন, তৃণমূলনেত্রীর পাশে দাঁড়িয়ে মন্তব্য অখিলেশের। বিচার পাবে নির্যাতিতার পরিবার, আশাবাদী লালু।
আরজি কর কাণ্ডে তোলপাড়। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় বাতিল আজকের ডুরান্ড ডার্বি। সেনা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের বৈঠকে সিদ্ধান্ত।
২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করল স্বাস্থ্য দফতর। আরজি কর কাণ্ডের আবহে গতকালই ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশ জারি করেছিল সরকার। এরপরই অভিযোগ ওঠে, আন্দোলনে অংশ নেওয়া চিকিৎসকদের প্রতিহিংসার কারণে বদলি করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে আসতে শুরু করে প্রতিক্রিয়া। এই আবহে আজ সন্ধেয় বদলির বিজ্ঞপ্তি বাতিল করে দেয় স্বাস্থ্য দফতর। তবে একে রুটিন প্রক্রিয়া বলেই জানিয়েছেন স্বাস্থ্যসচিব।
আর জি করকাণ্ডের মধ্য়ে রাজ্য় সরকারের আয়োজিত সঙ্গীত জলসার প্রতিবাদ করে জলপাইগুড়িতে আটক হলেন বৈজ্ঞানিক, চিকিৎসক, সংসকৃতিপ্রেমীরা। শনিবার থেকে জলপাইগুড়ি কলা কেন্দ্রে শুরু হল দু'দিনব্য়াপী গানের অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি। তার প্রতিবাদ করতে গেলে বৈজ্ঞানিক, চিকিৎসক, সংসকৃতিপ্রেমীদের আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আর জি কর-কাণ্ডে তোলপাড়, বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা। 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি বেআইনি জমায়েত নয়', জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ।
RG Kar Live Update: 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক', দাবি মৃত চিকিৎসকের পরিবারের
আর জি কর কাণ্ডে বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার। 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক'। দাবি তাদের।
RG Kar Live: RG কর কাণ্ডের প্রতিবাদের ঝড় বিদেশেও
আর জি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে মার্কিন মুলুকেও। ইংল্যান্ডের হিউস্টনের এম ডি অ্যান্ডারসন হাসপাতালেও প্রতিবাদে সামিল চিকিৎসকরা। স্লোগানে গর্জে উঠল মেলবোর্ন। বিচার চায় আর জি কর, দাবি উঠল ব্রিস্টলেও।
RG Kar Live Update: আর জি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কার প্রাপকদের
আর জি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কার প্রাপকদের। দোষীদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৭০ জনের বেশি পদ্ম পুরস্কারপ্রাপক। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তায় পৃথক আইন করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
RG Kar Live: আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুরু করল সুপ্রিম কোর্ট। ২ আইনজীবী চিঠি লিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত এই মামলা গ্রহণের জন্য আবেদন করেছিলেন।
RG Kar Live Update: দুই চিকিৎসককে তলবের প্রতিবাদ, লালবাজারে মিছিল করে যাওয়ার ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস-এর
RG করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করায় চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। তার প্রতিবাদে কলকাতা পুলিশের সদর দফতরে মিছিল করে যাওয়া সিদ্ধান্ত চিকিৎসকদের সংগঠনের।