RG Kar News Live Update: 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক', দাবি মৃত চিকিৎসকের পরিবারের
RG Kar Update: তদন্তে একাধিক প্রশ্ন তুলে অধ্যক্ষেরও গ্রেফতারির দাবি। কাদের প্রশ্রয়ে প্রভাবশালী রায়? কারা রটিয়েছিল আত্মহত্যার তত্ত্ব? মুখ খোলান।
LIVE

Background
RG Kar Live Update: 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক', দাবি মৃত চিকিৎসকের পরিবারের
আর জি কর কাণ্ডে বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার। 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক'। দাবি তাদের।
RG Kar Live: RG কর কাণ্ডের প্রতিবাদের ঝড় বিদেশেও
আর জি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে মার্কিন মুলুকেও। ইংল্যান্ডের হিউস্টনের এম ডি অ্যান্ডারসন হাসপাতালেও প্রতিবাদে সামিল চিকিৎসকরা। স্লোগানে গর্জে উঠল মেলবোর্ন। বিচার চায় আর জি কর, দাবি উঠল ব্রিস্টলেও।
RG Kar Live Update: আর জি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কার প্রাপকদের
আর জি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কার প্রাপকদের। দোষীদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৭০ জনের বেশি পদ্ম পুরস্কারপ্রাপক। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তায় পৃথক আইন করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
RG Kar Live: আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুরু করল সুপ্রিম কোর্ট। ২ আইনজীবী চিঠি লিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত এই মামলা গ্রহণের জন্য আবেদন করেছিলেন।
RG Kar Live Update: দুই চিকিৎসককে তলবের প্রতিবাদ, লালবাজারে মিছিল করে যাওয়ার ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস-এর
RG করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করায় চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। তার প্রতিবাদে কলকাতা পুলিশের সদর দফতরে মিছিল করে যাওয়া সিদ্ধান্ত চিকিৎসকদের সংগঠনের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
