Mamata Banerjee's Doctor Exclusive Interview : RG Kar কাণ্ডের পর বারবার নিশানায়, শুভেন্দুকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রীর চিকিৎসক ?
Shayamaprasad Das : কেউ বলেন তিনি 'মেঘনাদ', কেউ বলেন তিনি 'অরণ্যদেব।'
সন্দীপ সরকার, কলকাতা : RG Kar কাণ্ডের পর বারবার সামনে এসেছে তাঁর নাম। অথচ তিনি কোনও দিন সরকারি চাকরি করেননি। সরকারি স্বাস্থ্য পরিষেবার অঙ্গও নন। কিন্তু, চিকিৎসক মহলে...স্বাস্থ্য দফতরের অন্দরে কান পাতলে শোনা যায় ...তিনিই নাকি সব ! একেবারে সুইপার থেকে শুরু করে সুপার পর্যন্ত তাঁর অঙ্গুলিহেলন ছাড়া নাকি বদলি হয় না। একথা শোনা যায়। কেউ বলেন তিনি 'মেঘনাদ', কেউ বলেন তিনি 'অরণ্যদেব।' তিনি চিকিৎসক মুখ্যমন্ত্রীর চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস। এবিপি আনন্দে বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিলেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) অভিযোগের পরিপ্রেক্ষিতে কী বললেন তিনি ? Mamata Banerjee's Doctor on Suvendu Adhikari's Comment
তাঁকে এবিপি আনন্দের প্রতিনিধি প্রশ্ন করেন, ইদানীংকালে শুভেন্দু অধিকারী বারবার আপনার গ্রেফতারির দাবি তুলছেন। এ প্রসঙ্গে জবাব দিতে গিয়ে চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস বলেন, "ব্যাপারটা কিন্তু একই জায়গা থেকে আসছে। শুভেন্দু অধিকারী বাবার সঙ্গে আমার আলাপ আছে। উনি একজন ভাল মানুষ। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নেই। শুভেন্দু অধিকারী সম্পর্কে আমি কোনও দিন কোনও খারাপ কথা বলিনি। কিন্তু, শুভেন্দু অধিকারীকে দিয়ে জোর করে এই কথাগুলো বলানো হচ্ছে। উনি বলতে বাধ্য হচ্ছেন। বলানো হচ্ছে ওঁকে দিয়ে। শুভেন্দু অধিকারীর এটা মনের কথা নয়। যে সোর্সটা তৈরি করেছিল...কালচারটা। যে ফেক নিউজ তৈরি করেছিল। সোর্সটা সেখান থেকে আসছে। "
কিন্তু, শুভেন্দুকে দিয়ে জোর করে কারা বলাচ্ছেন ? এ প্রশ্নের উত্তরে চিকিৎসক শ্যামাপ্রসাদ দাসের বক্তব্য, "সেটা তো বেরোবে পরে। ঠিকই বেরোবে। কোন অদৃশ্য শক্তি...তা আঁচ করে বলা মুশকিল। "
তাঁর কাছে আরও জানতে চাওয়া হয়, সুকান্ত মজুমদারও বলছেন, আপনার গ্রেফতারি দরকার। আপনি নাকি এই ষড়যন্ত্রের কিংপিন। এর উত্তরে মুখ্যমন্ত্রীর চিকিৎসকের মন্তব্য, "টার্গেটেড। শুভেন্দু বললে সুকান্ত মজুমদারকেও তো বলতে হবে। নাহলে সাপোর্ট কোথা থেকে হল ? উনি হয়ত আমার সম্বন্ধে কিছু জানেনই না। উনি হয়ত গল্প শুনেছেন। এই ওই...?
আরও পড়ুন ; সন্দীপ ঘোষ থেকে উত্তরবঙ্গ লবি, এবিপি আনন্দে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর চিকিৎসক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে