RG Kar News: ম্যাডক্স স্কোয়ার-ত্রিধারা সম্মিলিনীতে বিচারের দাবিতে স্লোগানে গ্রেফতার কোন ধারায়? জুনিয়র ডাক্তারদের প্রশ্নে নীরব পুলিশ
RG Kar Protest: ষষ্ঠীর রাতে পুজো মণ্ডপের কাছে বিচারের দাবিতে স্লোগান, ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা: রাত পেরিয়ে সকাল, 'বিচার' চেয়ে ধৃতদের মুক্তির দাবিতে লালবাজারের কাছে অবস্থান। ম্যাডক্স স্কোয়ারের পর ত্রিধারা সম্মিলিনীর কাছে বিচারের দাবিতে স্লোগান উঠেছিল। ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপের কাছে বিচারের দাবিতে স্লোগান। বিচারের দাবিতে স্লোগান দেওয়ার সময় প্রতিবাদীদের গ্রেফতার করল পুলিশ। প্রতিবাদে লালবাজারের কাছে ধর্না-অবস্থান। গার্ডরেলে বাধা পেয়ে বেন্টিঙ্ক স্ট্রিটে রাস্তায় বসেই স্লোগান।
এদিকে, প্রতিবাদীদের গ্রেফতারির কথা শুনেই লালবাজারে যান জুনিয়র ডাক্তাররা। আটকে যান বেন্টিঙ্ক স্ট্রিটের ব্যারিকেডে। কী কারণে, কোন ধারায় গ্রেফতার, জুনিয়র ডাক্তারদের প্রশ্নের উত্তরে নীরব পুলিশ।
ষষ্ঠীর রাতে পুজো মণ্ডপের কাছে বিচারের দাবিতে স্লোগান, ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজই আদালতে তোলা হবে। তার আগে লালবাজার এলাকায় কড়া পুলিশি পাহারা। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বসানো হয়েছে গার্ডরেল। লালবাজার সংলগ্ন রাস্তায় বন্ধ যান চলাচল। অন্যদিকে, ধৃতদের মুক্তির দাবিতে লালবাজারের সামনে বেন্টিঙ্ক স্ট্রিটে রাতভর ধর্নায় আন্দোলনকারীদের একাংশ। গোটা এলাকা পুলিশে ছয়লাপ।
গতকাল ম্যাডক্স স্কোয়ারের পর, ত্রিধারা সম্মিলনীর কাছে কয়েকজন ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। এরপরই ধরপাকড় শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে। এরপর ৯ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। ধর্মতলার ধর্নামঞ্চে খবর পৌঁছতেই কয়েকজন জুনিয়র ডাক্তার লালবাজারের উদ্দেশে রওনা দেন। মাঝপথে মিছিল আটকে দেয় পুলিশ।
আরও পড়ুন, 'ডেকে অপমান', সরকারের সঙ্গে বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা
অন্যদিকে, ষষ্ঠীতে জুনিয়র ডাক্তারদের অভয়া পরিক্রমা নিয়ে ধুন্ধুমারকাণ্ড ধর্মতলায়। গাড়ি বেরতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সরব হলেন সাধারণ মানুষও। কখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন আন্দোলনকারীরা, আবার কেউ ধরলেন পুলিশের পা। পুলিশের বিরুদ্ধে অভয়া পরিক্রমায় বাধা দেওয়ার অভিযোগ ঘিরে, এভাবেই ষষ্ঠীর বিকেলে ধুন্ধুমারকাণ্ড বেঁধেছিল কলকাতার বুকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে