RG Kar News: বাড়ছে আন্দোলনের তেজ! 'উই ওয়ান্ট জাস্টিস', আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে চিত্রশিল্পী-সঙ্গীতশিল্পীরা
RG Kar Protest: কখনও চলচ্চিত্র পরিবার, কখনও নাট্য ব্যক্তিত্বরা তো কখনও চিত্র শিল্পীরা আবার কখনও সঙ্গীত জগতের মানুষেরা। দিন যত এগোচ্ছে, আন্দোলনের ঝাঁঝ তত বাড়ছে। আন্দোলনের মূল সুর একটাই।
কলকাতা: আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি (RG Kar News)। একে একে প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষের পাশাপাশি শিল্প দুনিয়ার মানুষজনও। ১৪ অগাস্ট মধ্যরাতে মহিলাদের রাত দখলের লড়াইয়ে যেমন সাধারণ মানুষের সঙ্গে দিকে দিকে পা মিলিয়েছিলেন একাধিক তারকা, তেমনই এবার প্রায় প্রত্যেকদিনই আন্দোলনের ডাক দিচ্ছেন শিল্পীদের নানা অংশ। কখনও চলচ্চিত্র পরিবার, কখনও নাট্য ব্যক্তিত্বরা তো কখনও চিত্র শিল্পীরা (artists) আবার কখনও সঙ্গীত জগতের (musicians) মানুষেরা। দিন যত এগোচ্ছে, আন্দোলনের ঝাঁঝ তত বাড়ছে। আর প্রত্যেক আন্দোলনের মূল সুর একটাই, 'উই ওয়ান্ট জাস্টিস' (We Want Justice) অর্থাৎ 'বিচার চাই'।
দিন এগোচ্ছে, বাড়ছে আন্দোলনের তীব্রতা, পথে নামলেন চিত্রশিল্পী-সঙ্গীতশিল্পীরা
আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল চিত্রশিল্পীরা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে শিল্পীদের অভিনব প্রতিবাদ। সমীর আইচের মতো তারকা শিল্পীদের দেখা গেল রং তুলি হাতে, শিল্পের মাধ্যমে প্রতিবাদের ভাষা জোরালো করতে, দেখা গেল 'বডি পেইন্টিং' হতেও। আবার রাস্তায় স্লোগান দিতে শোনা গেল শিল্পী চট্টোপাধ্যায়কে, শোনা গেল একটাই কথা 'উই ওয়ান্ট জাস্টিস'। বারবার শোনা গেল 'উই নিড ফুল ট্রুথ' স্লোগানও।
এদিন অ্যাকাডেমি চত্বর গমগম করতে থাকে বিচারের দাবিতে। চিত্রশিল্পীদের পাশাপাশি আওয়াজ তোলেন সঙ্গীতশিল্পী, চিত্রগ্রাহকরাও। ছবি এঁকে, মোমবাতি জ্বালিয়ে, গানে গানে চলে প্রতিবাদ। অ্যাকাডেমি চত্বর থেকে মিছিল বেরিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যাওয়ার চেষ্টা হলে, তার আগে গির্জার সামনেই ব্যারিকেডের মুখে পড়তে হয় তাঁদের। প্রতিবাদীরা তখন সেখানেই রাস্তায় বসে পড়েন, চলতে থাকে স্লোগানিং, বিক্ষোভ।
অভিনেতা-গায়ক সাহেব এদিন বলেন, 'সম্পূর্ণ সত্যটা আমাদের জানতে হবে। কোনও অর্ধ সত্য নয়, আমরা সম্পূর্ণ সত্যটা জানতে চাই। মানুষ জানতে চায় কী হয়েছে। যতক্ষণ না সেটা জানা যাচ্ছে, আমাদের আন্দোলন চলবে।' রাজ্যের একাধিক জায়গা থেকে একাধিক শিল্পী এদিন হাজির হন অ্যাকাডেমি চত্বরে। সোমবার গোলপার্ক এলাকায় প্রতিবাদ মিছিল নিয়ে পথে নামেন সঙ্গীতশিল্পীরা। কালো পোশাকে মিছিলে দেখা যায় উজ্জ্বয়িনী, প্রস্মিতা পাল, অনুপম রায়, সায়নী পালিত প্রমুখকে। ছিলেন শিলাজিৎ, অনীক ধর, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জয় সরকার, রূপম ইসলাম প্রমুখের মতো তারকা শিল্পীরা। একইসঙ্গে পা মিলিয়েছেন সঙ্গীত দুনিয়ার সঙ্গে জড়িত অন্যান্য একাধিক মানুষ যেমন সাউন্ড রেকর্ড আর্টিস্ট, মিউজিশিয়ান প্রমুখরা।
আরও পড়ুন: RG Kar Protest: 'নির্বোধের মতো চিকিৎসকদের মধ্যে শত্রু খুঁজছে পুলিশ', সরব চিকিৎসক অভিজিৎ চৌধুরী
অন্যদিকে, আরজি কর কাণ্ডে ২ চিকিৎসককে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চিকিৎসক সুবর্ণ গোস্বামী, কুণাল সরকারকে সমন লালবাজারে কথা বলল পুলিশ। এক ঘণ্টার পর লালবাজার থেকে বের হন কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনাসহ একাধিক অভিযোগে তাঁদের ডাকা হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।