Durga Puja 2024: 'মুখ্যমন্ত্রীর কাছে যেন চেক ফেরত যায়', অনুদান-প্রত্যাখ্যান করে চিঠিতে উল্লেখ পুরুলিয়ার পুজো কমিটির; প্রয়োজনে RTI
Purulia News: RG Kar কাণ্ডে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান ছড়িয়ে পড়ল পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে।
সন্দীপ সমাদ্দার, ঝালদা (পুরুলিয়া) : অব্যাহত RG Kar কাণ্ডের প্রতিবাদে। রাজ্য সরকারের অনুদানের অর্থ ফেরত দেওয়ার পর্ব চলছেই। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করল পুরুলিয়ার ঝালদা-১ ব্লকের অন্তর্গত টাটুয়াড়া মা শ্মশান কালী মন্দির সমিতি। RG Kar কাণ্ডে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান ছড়িয়ে পড়ল পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে।
এবছর ঝালদা-১ ব্লকের অন্তর্গত টাটুয়াড়া মা শ্মশান কালী মন্দির সমিতি পুজো নবম বর্ষে পা দিল। গত দুই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি। কিন্তু, এবছর এই পুজো কমিটি রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত পুজোর অনুদান প্রত্যাখান করল। গত শুক্রবার পুজো কমিটির তরফে এই মর্মে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়ার জেলাশাসককে। চিঠির সঙ্গে অনুদানের চেকও বন্ধ হয়েছে কি না তা RTI-এর মাধ্যমে জানতে চান। চিঠির কপি দেওয়া হয়েছে পুলিশ সুপারকেও।
পুজো কমিটির তরফে জানানো হয়, সদ্য ঘটে যাওয়া RG কর হাসপাতালে চিকিৎসকের মর্মান্তিক ঘটনায় চিকিৎসক পরিবারের সঙ্গে তারা সমব্যাথী। তাই ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সরকারি পুজো অনুদান না নেওয়ার বিষয়ে। পুজো কমিটি চিঠিতে জানিয়েছেন, ফেরত দেওয়া চেক যেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ফেরত পাঠানো হয়। এমনকী চেক সঠিক জায়গায় ফেরত হয়েছে কি না তা জানতে প্রয়োজনে তারা RTI-এর পথেও যেতে পারেন।
পুজোয় দেওয়া রাজ্য সরকারের অনুদান নিতে অস্বীকার করে এর আগে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি। কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ, নির্যাতিতার বিচার মেলেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে দুর্গাপুর বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি। ৪৫টি সমবায়ের সংখ্যা গরিষ্ঠ সদস্য পরপর তিনবার মিটিং করে এই টাকা নিতে রাজি নয় বলে জেলাশাসককে গত ১৯ তারিখে চিঠি দিয়ে জানিয়ে দেয়। এবার পুজোয় সবরকম অনুষ্ঠান বাতিল ও পুজোতে কোনো জলসা বা অন্য কোনো আয়োজন থাকছে না, একটাই দাবি বিচার পাক নির্যাতিতা। এমনই বক্তব্য তাদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।