RG Kar News Update : কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৮ লক্ষ টাকা আত্মসাৎ ! বিরূপাক্ষর 'কীর্তি'তে নতুন সংযোজন
Birupaksha Biswas : রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরূপাক্ষকে। কিন্তু এবার সামনে এল আরেক ভয়াবহ অভিযোগ।
![RG Kar News Update : কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৮ লক্ষ টাকা আত্মসাৎ ! বিরূপাক্ষর 'কীর্তি'তে নতুন সংযোজন RG Kar News Update Birupaksha Biswas Allegedly taken 8 lakh rupees for admission to medical college RG Kar News Update : কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৮ লক্ষ টাকা আত্মসাৎ ! বিরূপাক্ষর 'কীর্তি'তে নতুন সংযোজন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/11/e14d527085202080075fe89bf3ffa5f6172603712810153_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, কলকাতা : বিতর্কিত বিরূপাক্ষ বিশ্বাসের আরও 'কীর্তি'র পর্দাফাঁস। একের পর এক অভিযোগ সামনে আসছে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নামে। থ্রেট কালচারের অন্যতম হোতা হিসেবে পরিচিতি পড়ুয়া মহলে। হালে তাঁর বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ সামনে এসে পড়েছে। জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি, শাসানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-কে সাসপেন্ড করেছে স্বাস্থ্যভবন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু এবার সামনে এল আরেক ভয়াবহ অভিযোগ।
কলকাতার বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেবেন বলে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নামে। মুর্শিদাবাদের জলঙ্গির এক ছাত্রের বাবার অভিযোগ, ২০২১ সালে টাকা নিয়েও ওই পড়ুয়াকে ভর্তি করতে পারেননি বর্ধমান মেডিক্যাল কলেজের তৎকালীন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। কিন্তু টাকাও ফেরত দিতে চাননি।
অভিযোগকারীর দাবি, সেইসময় প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও সুরাহা মেলেনি। অবশেষে আদালতের দ্বারস্থ হন ছাত্রের বাবা। আদালতের নির্দেশে ২০২১-এ জলঙ্গি থানায় বিরূপাক্ষর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়। তবে এতদিন টাকা না দিলেও অভিযোগকারীর দাবি, গত সপ্তাহে বিরূপাক্ষর সঙ্গে যোগাযোগ করলে, তিনি ধাপে ধাপে টাকা ফেরতের আশ্বাস দেন এবং প্রথম ধাপে ৪৫ হাজার টাকা ফেরত দিয়েছেন। বিরূপাক্ষ বিশ্বাসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সিবিআইয়ের হাতে গ্রেফতারির ২৪ ঘণ্টা পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। আর তারপরই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করে স্বাস্থ্য দফতর। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে তাঁকে 'রিলিজ' দেওয়া হয়। পাঠানোর সিদ্ধান্ত হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। কিন্তু বিতর্কের সূত্রপাত অন্য জায়গায়। কেন বদলির দিন আর রিলিজের দিনের মাঝে ১৩ মাসের ব্য়বধান? বর্ধমানে মেডিক্য়াল কলেজের রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ জারি হয় ২০২৩-এর ১১ অগাস্ট তারিখে। কিন্তু আশ্চর্যজনক ভাবেই থেকে গিয়েছিলেন তিনি। বর্ধমান মেডিক্য়াল তাঁকে রিলিজ করে ১৩ মাস বাদে। কেন বর্ধমান মেডিক্য়াল কলেজ বিরূপাক্ষ বিশ্বাসকে এতদিন ছাড়েনি? অন্যদিকে কাকদ্বীপ হাসপাতালের সামনে প্রতিবাদ শুরু করেন সিপিএমের কর্মী, সমর্থকরা। বিরূপাক্ষ বিশ্বাসকে এই হাসপাতালে যোগ দিতে দেবেন না বলে বিক্ষোভকারীরা জানিয়ে দেন। এই আবহে এবার বিরূপাক্ষের বিরুদ্ধে নয়া অভিযোগ।
আরও পড়ুন :
সূর্যাস্তের পর পোস্টমর্টেম করতে চাননি টিমের সদস্য, তড়িঘড়ি করেন টালা থানার OCই! বিস্ফোরক চিঠি সামনে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)