Nandigram BJP Protest: RG Kar-কাণ্ডের প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাও BJP-র, পুলিশের সঙ্গে ধুন্ধুমার, ধস্তাধস্তি
BJP Nandigram Protest: বিক্ষোভকারীদের সামনে পুলিশের বাধা ঢাল হয়ে দাঁড়াতে পারেনি। থানা চত্বরে ঢুকে পড়েন তাঁরা।
বিটন চক্রবর্তী এবং শিবাশিস মৌলিক, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাও বিজেপির। এই ঘটনা নিয়ে বিজেপি-পুলিশ ধুন্ধুমার পরিস্থিতি। থানার গেট পেরিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি। মিছিলের পুরোভাগে ছিলেন মহিলারা। তাঁদের রুখতে থানার গেট আটকে ব্যারিকেড করেছিল পুলিশ ও RAF. কিন্তু বিক্ষোভকারীদের সামনে পুলিশের বাধা ঢাল হয়ে দাঁড়াতে পারেনি। থানা চত্বরে ঢুকে পড়েন তাঁরা। রাস্তায় অবস্থানে বসে পড়েন অনেকে। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ।
প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফের পথে বিজেপি। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের পর, শুভেন্দু অধিকারীর ডাকে আজ রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি গেরুয়া শিবিরের। উত্তর ২৪ পরগনার ঘোলায় থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেহালায় থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন রূপা গঙ্গোপাধ্যায়। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরাও আজ থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন। গতকাল বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে আটক করা হয় শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যদের। বিরোধী দলনেতাকে আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। প্রতিবাদ কর্মসূচি থেকেই এদিন রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের ডাক দেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজও শ্যামবাজারে ধর্নায় বিজেপি। পাঁচ দিনের ধর্না কর্মসূচির আজ তৃতীয় দিন। আদালতের অনুমতিতে বেলা ১২টা থেকে রাত ৯টা অবধি শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে মঞ্চ বেঁধে ধর্না চালিয়ে যাচ্ছে বিজেপি শিবির। রবিবার পর্যন্ত চলবে ধর্না।
এদিকে, তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার চেয়ে আজ CBI অফিসে যাচ্ছেন আর জি কর মেডিক্যালের প্রতিবাদী ডাক্তারি পড়ুয়ারা। দুপুরে সল্টলেকের CGO কমপ্লেক্সে CBI-এর আঞ্চলিক অফিসে যাবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল। CBI তদন্তভার হাতে নেওয়ার পর ১০ দিন পার। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ। CBI কী করছে? কেন এখনও দোষীদের গ্রেফতার করা গেল না? এমন একাধিক প্রশ্ন তুলে গত বুধবারই CGO-র সামনে থেকে প্রতীকী প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন ডাক্তারবাবুরা। দ্রুত বিচার চেয়ে এবার CBI অফিসে যাচ্ছেন প্রতিবাদী চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে