RG Kar News: '৪০ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে', RG Kar-এ 'থ্রেট কালচার', বিস্ফোরক রিপোর্ট পেশ তদন্ত-কমিটির
Threat Culture: তদন্ত কমিটি এই রিপোর্ট অধ্যক্ষের কাছে জমা করেছে। অভিযুক্ত ৫৯ জনের মধ্যে অধিকাংশই ইন্টার্ন, হাউস স্টাফ ও জুনিয়র ডাক্তার।
ঝিলম করঞ্জাই, কলকাতা : আরজি কর মেডিক্যালে থ্রেট কালচারে (Threat Culture) অভিযোগের তদন্ত-রিপোর্ট পেশ। অধ্যক্ষের কাছে রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি । রিপোর্টে ৩টি ক্যাটিগরিতে রাখা হয়েছে অভিযুক্ত ৫৯ জনকে। এর পাশাপাশি ১৩ চিকিৎসকের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে কমিটির তরফে।
কী রয়েছে রিপোর্টে ?
তদন্ত কমিটি এই রিপোর্ট অধ্যক্ষের কাছে জমা করেছে। অভিযুক্ত ৫৯ জনের মধ্যে অধিকাংশই ইন্টার্ন, হাউস স্টাফ ও জুনিয়র ডাক্তার। রিপোর্ট অনুয়ায়ী, ৪০ জনের বিরুদ্ধে পুরোপুরি অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। ১৪ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ অনেকাংশেই পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে আরও অনুসন্ধান করতে হবে। তবে, বাকি ৫ জনের ক্ষেত্রে অভিযোগের প্রমাণ খুবই দুর্বল। এইসব পর্যবেক্ষণ তদন্ত-কমিটি রিপোর্ট আকারে অধ্যক্ষের কাছে পেশ করেছে। ৪০ জনের ক্ষেত্রে অভিযোগ-প্রমাণ সবকিছু নেওয়ার পর তাঁদের ক্যাটেগরি ১-এ রাখা হয়েছে। ১৪ জনের ক্ষেত্রে আরও কিছুটা তদন্ত দরকার। এর পাশাপাশি কমিটি অনুরোধ করেছে, ১৩ জন ফ্যাকাল্টি যাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ জমা পড়েছিল, সেই তদন্ত করার জন্য আরও একটি ক্ষমতাশীল কমিটি গঠন করা হোক।
আর জি কর-কাণ্ডের পর রাজ্য়ের বিভিন্ন মেডিক্য়াল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে। এনিয়ে সরব হয়েছেন জুনিয়র ডাক্তার ও পড়ুয়া চিকিৎসকদের একাংশ। যেখানে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচারের অভিযোগে ৫৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। এরই মধ্য়ে বীরভূমের রামপুরহাট মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন কৌশিক কর এবং সহকারী অধ্য়াপক ও প্রাক্তন ডিন স্বরূপ সাহার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগে সরব হয়েছেন পড়ুয়াদের একাংশ। এক্ষেত্রেও আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, সৌরভ পালের নাম জড়িয়েছে। অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ TMCP ইউনিটের সদস্য়দের পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া, পরীক্ষার হলে কে কোথায় বসবে, TMCP সদস্যদের সেই সুবিধা পাইয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ স্বাস্থ্য় ভবনে চিঠি জানিয়েছেন রামপুরহাট মেডিক্য়ালের পড়ুয়াদের একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।