Corona Update: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ, হাসপাতালে ভর্তি একাধিক রোগী
রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮১। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫ জন রোগী।
কলকাতা: বছরের শুরুতে ফের উদ্বেগ বাড়িয়েছে করোনা (Corona) সংক্রমণের গ্রাফ। দেশের পাশাপাশি, রাজ্যেও (West Bengal) ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা (Corona) আক্রান্ত ৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮১। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫ জন রোগী।
এই পরিস্থিতিতে হাসপাতালের করোনা চিকিৎসার নোডাল অফিসারকে বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বেলেঘাটা আইডি-র করোনা বিভাগের নোডাল অফিসার কৌশিক চৌধুরীকে বদলি করা হয়েছে উত্তর ২৪ পরগনার একটি সরকারি হাসপাতালে।
গতকাল বেলেঘাটা আইডি-তে আরও একজন করোনা আক্রান্তকে ভর্তি করা হয়। বাড়িতেই চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মহিলার। বেলেঘাটা আইডি-তে এই মুহূর্তে ভর্তি ৫ জন করোনা রোগী। বারাসাতের বাসিন্দা এক রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪০।
তবে স্বস্তির খবর এই যে ,এখনও পর্যন্ত এরাজ্যে কোভিডের নতুন সাবভ্যারিয়েন্ট জেএন.১ এর হদিশ মেলেনি। সম্প্রতি, ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়েছিল ৭ টি নমুনা। জেনোমিক সিকোয়েন্সিয়ে তার কোনওটাতেই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি।বেলেঘাটার নাইসেড সূত্রে খবর, সেখানেও শুরু হতে চলেছে জেনোমিক সিকোয়েন্সিং।
আরও পড়ুন, '..সব লোকসভা কেন্দ্রেই জয়ের বার্তা অভিষেকের', কালীঘাটে বৈঠক শেষে দাবি সওকতের
ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে INSACOG প্রধান এনকে অরোরা জানিয়েছেন, 'যাঁদের বয়স ৬০ বছর বা তারও বেশি তাঁদের কোভিড থেকে বাঁচার জন্য সাবধানতা নেওয়া উচিত। যাঁদের কোমর্বিডিটি রয়েছে, যাঁরা এমন ওষুধ নেন যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাঁদের সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত। এমন ব্যক্তিরা যদি এখনও কোনও সতর্কতামূলক পদক্ষেপ না নেন, তাহলে তাঁরা অবশ্যই সেটা নিন, এখনই কোনও টিকার প্রয়োজন নেই।'