Sandeshkhali Update: সন্দেশখালিকাণ্ডে নির্যাতিতাদের পাশে রাজ্যপাল, খুলে দেওয়া হল রাজভবনের দরজা
C V Anand Bose: শুধু অভিযোগ শুনতে নয়, একেবারে নির্যাতিতাদের থাকার জন্য়ই রাজভবনের ঘরের দরজা খুলে দিলেন সি ভি আনন্দ বোস।
![Sandeshkhali Update: সন্দেশখালিকাণ্ডে নির্যাতিতাদের পাশে রাজ্যপাল, খুলে দেওয়া হল রাজভবনের দরজা Sandeshkhali Update Rajbhawan C V Anand Bose Decided to open Peace Home for Victims Sandeshkhali Update: সন্দেশখালিকাণ্ডে নির্যাতিতাদের পাশে রাজ্যপাল, খুলে দেওয়া হল রাজভবনের দরজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/19/aadb2eb48c0c6d427edee45a6a6da6e3170835424651251_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এখনও ফেরার শেখ শাহজাহান, ভয়ে কাঁপছে সন্দেশখালি (Sandeshkhali Update)। সন্ত্রস্ত সন্দেশখালির জন্য এবার খুলে দেওয়া হল রাজভবনের দরজা। 'পিস হোম'-এর বন্দোবস্ত রাজভবনে (Rajbhawan)।
খুলে দেওয়া হল রাজভবনের দরজা: এবার সন্দেশখালিকাণ্ডে সক্রিয় হল রাজভবন। নির্যাতিতাদের জন্য় বেনজির পদক্ষেপ নিলেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। শুধু অভিযোগ শুনতে নয়, একেবারে নির্যাতিতাদের থাকার জন্য়ই রাজভবনের ঘরের দরজা খুলে দিলেন সি ভি আনন্দ বোস। সন্দেশখালিতে মহিলাদের ওপর গণধর্ষণ-সহ নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। তবে, অভিযোগ তোলার সঙ্গে সঙ্গেই নিজেদের নিরাপত্তা নিয়েও বারবার আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার মহিলারা। পুলিশে অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছেন।
পঞ্চায়েত ভোট-পর্বের হিংসার অভিযোগ শুনতে, রাজভবনে খোলা হয়েছিল পিস রুম। স্কুলের নিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ শুনতে, খোলা হয়েছিল কন্ট্রোল রুম। সন্দেশখালিকাণ্ডের পর আর অভিযোগ শুনতে নয়, অভিযোগকারিণীদের জন্য়ই রাজভবনের দরজা খুলে দিলেন রাজ্য়পাল। গত সপ্তাহেই সন্দেশখালিতে গিয়ে মহিলাদের পাশে থাকার বার্তা দেন সি ভি আনন্দ বোস। এবার তাঁদের জন্য় বেনজির সিদ্ধান্ত নিলেন তিনি। নির্যাতিতাদের জন্য় রাজভবনের কয়েকটি ঘরের দরজা খুলে দিলেন রাজ্য়পাল। সন্দেশখালিতে নিজেদের নিরাপদ না মনে করলে, রাজভবনের এই ঘরগুলিতে থাকলে পারেন নির্যাতিতারা।
এদিকে এদিন সন্দেশখালিতে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সন্দেশখালি থানায় নির্যাতিতাদের নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করান তিনি। থানায় মোট ১৮টি অভিযোগ দায়ের করেন। এরপর সেখান থেকে যান রাজভবনে। সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি দেখা রাষ্ট্রপতি শাসনের সওয়াল করেন তিনি। রেখা শর্মা বলেন, "এখানে ভীষণ খারাপ অবস্থা। রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে আর কিছু হতে পারে না বলেই আমার মনে হয়। আমি জানি না শাসন কোথায়, প্রশাসন কোথায়, মুখ্য়মন্ত্রী কোথায়। আমার মনে হয় ওঁর ইস্তফা দেওয়া উচিত।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Aadhar Card Cancel: জেলায় জেলায় আধার 'বাতিল', আন্দোলনের হুঁশিয়ারি সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)