Kolkata: নবমী, দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Kolkata: নবমীর সকাল থেকে আকাশে মেঘ-রোদের লুকোচুরি। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কলকাতাঃ বর্ষা বিদায় নিলেও ফের নিম্নচাপের ভ্রুকুটি। নবমী-দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। নবমীর সকাল থেকে আকাশে মেঘ-রোদের লুকোচুরি। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ইতিমধ্যেই কোনও কোনও জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায়, রেনকোট চাপিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিলেও, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের ফলে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তার জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। কাল দশমীতে দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা।
এর আগে অষ্টমীতেই দক্ষিণবঙ্গে ফের অসুর রূপে দেখা দিতে পারে বৃষ্টি, এমনই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর ধীরে ধীরে সেটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যাবে। যার ফলে অষ্টমীতে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। নবমীর দিন বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। উপকূল থেকে ভিতরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে আজ থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।
এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।