Suvendu Adhikari: গোটা বিধানসভা রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছে, আর কী বললেন শুভেন্দু অধিকারী
Suvendu On Mamata Separate Union Territory : বিধানসভায় বিরল ঘটনা, বিরোধী দলনেতার প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর, কী বললেন শুভেন্দু ?
![Suvendu Adhikari: গোটা বিধানসভা রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছে, আর কী বললেন শুভেন্দু অধিকারী Separate Union Territory We granted the statement which raise in WB Assembly says Suvendu Adhikari on CM Mamata Banerjees reaction Suvendu Adhikari: গোটা বিধানসভা রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছে, আর কী বললেন শুভেন্দু অধিকারী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/05/17bd74132a9a92ff008765fc12a8be421722849205956484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিধানসভায় বিরল ঘটনা, বিরোধী দলনেতার প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 'অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন, আমরা উন্নয়নে অঙ্গীকারবদ্ধ', সহমত পোষণ করব, বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংশোধনী না আনায় অধ্যক্ষ প্রথমে অনুমতি না দিলেও, মুখ্যমন্ত্রীর অনুরোধে পরে যৌথ প্রস্তাব নেওয়া হয়। সৌহার্দ্যের আবহে বিধানসভায় রাজ্য সঙ্গীত ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। রাজ্য সঙ্গীতের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা উঠে দাঁড়ান। শুভেন্দু অধিকারী বলেন, 'গোটা বিধানসভা রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছে।'
এদিন শুভেন্দু বলেন, ' পশ্চিমবঙ্গকে, ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী, কেউ কেউ গুজরাতের পার্টি, হিন্দিভাষীদের প্রার্টি, এইরকমও একটা তকম প্রচার চলছিল।আমরা প্রস্তাব রেখেছি, আমরা সবাই অখন্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এটা দিয়ে গিয়েছেন। আমি তুলে ধরেছি বিধানসভায়। সংখ্যায় আমরা কম, ওরা বেশি। ওনারা একটা লাইন যুক্ত করেছে। সেটাও আমরা মেনে নিচ্ছি। সেটাও প্রায় একই। সেটা আছে, আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী। আমাদের দলের স্ট্যান্ডও তাই। আমি আমার বক্তব্যে স্পষ্ট বলেছি, কারও ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি , কারও বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে, তাঁকে আপনি সমগ্র ভারতীয় জনতা প্রার্টির ঘাটে চাপাচ্ছেন !'
আরও পড়ুন, 'রাজ্যকে ভাগ করতে দেব না', মতের মিল মমতা ও শুভেন্দুর ? বিধানসভায় নজিরবিহীন সৌজন্য...
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)