Sheikh Shahjahan Arrest: জালে শেখ শাহজাহান, 'পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি' মন্তব্য কুণালের
Sheikh Shahjahan Update: তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে।
কলকাতা: ইডির (ED) ওপর হামলার ৫৬ দিনের মাথায় জালে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। মিনাখাঁ থেকে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। তৃণমূলের মুখপাত্র ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণীর তিন দিন পর শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। কুণালের বক্তব্য, 'প্রথম থেকেই পুলিশ প্রাশাসনের প্রতি আমাদের আস্থা ছিল।'
পুলিশের ভূমিকায় প্রশংসা কুণালের: ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গতকাল রাতে মিনাখাঁ থানা এলাকার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। এই গ্রেফতারি প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ বলেন, "পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা। পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনও পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ প্রত্যাহার করেন। পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ছিল। তাই আমরা আশা প্রকাশ করেছিলাম দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে। সেটাই হয়েছে।''
তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। বারবার শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি জানাচ্ছিলেন তাঁরা। গতকাল সন্ধে থেকেই তৃণমূল নেতার খাস তালুক সরবেড়িয়া থেকে শুরু করে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে চাপা উত্তেজনা ছিল। এর মধ্যেই খবর আসে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন।
কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থাকে নিয়ে কী মন্তব্য কুণালের?
পুলিশ তো তার কর্তব্য করেছে। এবার সিবিআই নারদায় FIR-এ নাম থাকা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক, ব্রিজভূষণকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারমণ এত বড় বড় কথা বলে গেলেন, দেশের ব্যাঙ্ক থেকে যারা কোটি কোটি টাকা লুঠ করে বিদেশে রয়েছে, তাদের গ্রেফতার করে আনুক। সিবিআই-ইডি এবার কী করে সেটা দেখারও অপেক্ষায় আছি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।