West Bengal Live Blog: ফের গুণমান পরীক্ষায় ফেল ১৯০টি ওষুধ, তালিকায় ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন
West Bengal Live News Update: দেশ থেকে রাজ্য, সমস্ত আপডেট জেনে নিন ১ ঝলকে
LIVE

Background
কলকাতা: সাঁইথিয়ার পর মল্লারপুর, বীরভূমে ফের খুন তৃণমূল নেতা। মল্লারপুরের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষকে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল। বোমাবাজির ঘটনায় সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা সিপিএমের দাবি, তৃণমূলের বখরার লড়াইয়ে খুন। সাঁইথিয়ার পর মল্লারপুর। এক সপ্তাহের ব্য়বধানে ফের রক্ত ঝরল বীরভূমে। বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল নেতা ও ময়ূরেশ্বর ১নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লা শেখের (৩৮)। স্থানীয় সূত্রে খবর, মল্লারপুরের বিষাই গ্রাম থেকে তিন তৃণমূলকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন বাইতুল্লা শেখ। আচমকা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম বাইতুল্লাকে রামপুরহাট মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত তিন তৃণমূল কর্মী রামপুরহাট মেডিক্য়াল কলেজে চিকিৎসাধীন। গত শনিবার মাঝরাতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে! ৭দিনের ব্য়বধানে এই ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতি। যদিও এই ঘটনায় পাল্টা বিরোধীদের বিরুদ্ধেই অভিযোগ করেছে তৃণমূল। ২১ জুলাইয়ের আগে বীরভূমে এক সপ্তাহের ব্য়বধানে দুই তৃণমূল নেতা খুনের ঘটনায় জোরালো হচ্ছে রহস্য।
পাটনায় খুন করে পশ্চিমবঙ্গে এসে গা ঢাকা দিয়েছিল দুষ্কৃতীরা? পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের CC ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতীদের গাড়ির ছবি। ওই গাড়িতে চেপেই বিহার থেকে পালিয়ে রাজ্যে ঢোকে। CC ক্যামেরায় ধরা পড়ে, দক্ষিণ কলকাতার একটি আবাসনে ঢুকেছিল ওই গাড়ি। এর আগেও ভিন রাজ্যে অপরাধ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে, এ রাজ্য কি অপরাধীদের সেফ জোন হয়ে উঠেছে?
নারকেলডাঙা থানা থেকে টালা থানা। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার খুনের মামলা থেকে আর জি করে তরুণী চিকিৎসক খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে। এই আবহেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, অপরাধীদের জেলে পোরার কাজ যাদের, অভিযুক্ত হয়ে সেই পুলিশকেই যেতে হচ্ছে গরাদে! ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠিয়েছে CBI- এর বিশেষ আদালত। সম্প্রতি এই মামলায় CBI যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে ওই পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের নাম ছিল। শুভজিৎ সেন, রত্না সরকার, দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া ঘটনা ধামা-চাপা দেওয়া, ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়। এই আবহেই অনেকেরই মনে পড়ে যাচ্ছে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলা। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশে। সেই ঘটনায় তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগে আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি টালা থানার তৎকালীন ওসি, অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে CBI. যদিও গ্রেফতারের ৯০ দিনের মধ্য়ে তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট জমা দিতে না পারায়, নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যান ২ জনেই। কিন্তু রিমান্ড লেটারের ছত্রে ছত্রে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনে CBI। কেন্দ্রীয় এজেন্সির দাবি, প্রথম জেনারেল ডায়েরিতে উল্লেখ ছিল, পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনির দেহ উদ্ধার হয় অচেতন অবস্থায়। অথচ, চিকিৎসকরা আগেই দেহ পরীক্ষা করে জানিয়েছিলেন, তাঁর মৃত্য়ু হয়েছে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এবং অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের সঙ্গে চক্রান্ত করে জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য় দেওয়া হয়েছিল।
West Bengal Live Update: দেশ জুড়ে ফের গুণমান পরীক্ষায় ফেল ১৯০টি ওষুধ
দেশ জুড়ে ফের গুণমান পরীক্ষায় ফেল ১৯০টি ওষুধ
পরীক্ষায় ফেল ১৯০টি ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন
তালিকা প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ
তালিকায় কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল ৪০টি ওষুধ
গত মাসে বাজার থেকে এই সব ওষুধের নমুনা সংগ্রহ
ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের
কোনও ক্ষেত্রে ইঞ্জেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া
কিছু ওষুধ নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো
কোনওটা পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি
বহু বেনিয়ম ধরা পড়ল ড্রাগ টেস্টিংয়ে
West Bengal News: মল্লারপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১
মল্লারপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১
ভাঙড়, ইংরেজবাজার, সাঁইথিয়ার পর মল্লারপুর, ফের তৃণমূল নেতা খুন!
১০দিনের মধ্যে ৩ জেলায় ৪ তৃণমূল নেতা-কর্মী খুন!
মল্লারপুরের তৃণমূল নেতা বায়তুল্লা শেখকে লক্ষ্য করে বোমা
মল্লারপুরের তৃণমূল নেতা বায়তুল্লা শেখকে এক বছর আগেই খুনের চক্রান্ত?
এক বছর আগে বোমা মেরে খুনের ছক, দাবি নিহত তৃণমূল নেতার পরিবারের
খুনের চক্রান্তের কথা জেনে ফেলায় প্রাণে বেঁচে যান বায়তুল্লা, দাবি পরিবারের






















