Shyama Prasad Birthday : শ্যামাপ্রসাদের জন্মদিনের শোভাযাত্রা, অনুমতি-বিতর্কে ক্ষোভ উগরে দিল বিজেপি
BJP On Shyama Prasad Birthday : বাংলায় কেন বিরোধীদের কোনও কর্মসূচিতে অনুমতি দেয়না প্রশাসন? কেন বারবার আদালতের দ্বারস্থ হতে হয়? প্রশ্ন তুলেছে বিজেপি।
অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee ) জন্মদিন ( Birthday) Shyama Prasad বুধবার । সেই উপলক্ষ্যে দুপুর ৩টে থেকে, গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত শোভাযাত্রা করবে বিজেপি। কিন্তু সেই কর্মসূচির অনুমতি নিতেও আদালতের দরজায় যেতে হয়েছে গেরুয়া শিবিরকে। শর্তসাপেক্ষে শোভাযাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়েই ক্ষুব্ধ বিজেপি !
সুর চড়াল বিজেপি
আর এ নিয়েই সুর চড়াল বিজেপি (BJP ) ! তাদের প্রশ্ন, বাংলায় কেন বিরোধীদের কোনও কর্মসূচিতে অনুমতি দেয়না প্রশাসন? কেন বারবার আদালতের দ্বারস্থ হতে হয়? অন্য রাজ্যে যা হয় না, কেন শুধু এই রাজ্যেই তা হয়? বিজেপির দাবি, এর আগে ২৩ জুন শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসেও রক্তদান উত্সব করার অনুমতি দেয়নি পুলিশ!
এরপর ২৭ জুন, বুধবারের কর্মসূচির জন্য কলকাতার পুলিশ কমিশনার-সহ ভবানীপুর, কালীঘাট, গড়িয়াহাট এবং রবীন্দ্র সরোবর থানার কাছে ইমেল মারফত্ অনুমতি চাওয়া হয়। কিন্তু এখনও তার কোনও উত্তর দেয়নি প্রশাসন। এরপর আর দেরি না করে আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির! এর আগে রথযাত্রা-সহ একাধিক কর্মসূচি পালনের অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল গেরুয়া শিবিরকে!
আরও পড়ুন :
কালী নিয়ে মহুয়া-মন্তব্যে তুঙ্গে বিতর্ক, দায় নিল না তৃণমূল
বিজেপির কোনও কর্মসূচি করতে দিতে চায় না : শুভেন্দু
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, এরা বিজেপির কোনও কর্মসূচি করতে দিতে চায় না। তাই বাধ্য হয়ে আদালতে যেতে হয়েছে। পাল্টা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এসব করে কী করবে? বাংলাকে সম্মান দেয় না।
পুলিশের অনুমতি না মেলায়, ২০১৯’র ডিসেম্বরে ভিক্টোরিয়া হাউসের সামনে, সভা করতে চেয়ে মামলা করেছিল বাম-কংগ্রেস-সহ ১২টি দলের শ্রমিক সংগঠন। বিজেপি শাসিত ত্রিপুরায় আবার সভা-পদযাত্রার অনুমতি পায়নি তৃণমূল। তা নিয়ে তারা হাইকোর্টে গেছিল।