Siliguri: শিলিগুড়িতে থালা বাজিয়ে মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ সিপিআই-র
Siliguri News: শিলিগুড়ির হাসমি চক এলাকায় এদিন দেখা গেল এমনই দৃশ্য। যেখানে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ দেখাল সিপিআই। প্রতিনিয়ত গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে।
বাচ্চু দাস, শিলিগুড়ি: মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ। যেভাবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বাড়ছে, তাতে মাথায় হাত মধ্যবিত্তের। এবার তাই থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ সিপিআইয়ের (CPI)। এমনই দৃশ্য দেখা গেল শিলিগুড়িতে (Siliguri)।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ
শিলিগুড়ির হাসমি চক এলাকায় এদিন দেখা গেল এমনই দৃশ্য। যেখানে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ দেখাল সিপিআই। প্রতিনিয়ত গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। মধ্যবিত্তের নাগালের বাইরে সব কিছুর হিসেব। এই পরিস্থিতিতে এদিন হাসমিচক এলাকায় থালা বাজিয়ে প্রতিবাদে সামিল হয় সিপিআই। মূলত খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ বলে জানিয়েছে সিপিআই। দ্রুত এর সমাধান না করলে আরও বৃহত্তরে আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছে তারা। এদিন শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধেও বিভিন্ন ইস্যুতে ক্ষোভ উগরে দেয়।
এদিন সংসদে মূল্যবৃদ্ধি ও জিএসটি নিয়ে স্লোগান ওঠে
মূল্যবৃদ্ধি-জিএসটি নিয়ে স্লোগান। এনিয়ে ওয়েলে নেমে হইচই, স্লোগান দেন বিরোধীরা। এই অশান্তির আবহে এদিন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রাখা হল লোকসভার অধিবেশন (Lok Sabha Session)। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) বলেন, নিয়ম অনুযায়ী হাউসের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে আসার অনুমতি নেই। প্রসঙ্গত, গতকালও জিএসটি ও মুদ্রাস্ফীতি নিয়ে কংগ্রেসের শোরগোলের জেরে মুলতুবি রাখা হয়েছিল রাজ্যসভার অধিবেশন।
এদিকে সংসদ শুরুর আগে সংসদ চত্বরে ধর্না দেন কংগ্রেস সাংসদরা। রাহুল গাঁধীর নেতৃত্বে হয় কংগ্রেস সাংসদদের ধর্না। মূল্যবৃদ্ধি ও ৫ শতাংশ বাড়তি জিএসটি চাপানো নিয়ে হয় ধর্না-প্রতিবাদ। মল্লিকার্জুন খাড়গে বলেন, সংসদের ভিতরে-বাইরে এবার বিরোধীদের একজোট প্রতিবাদ দেখবে মোদি সরকার। অন্যদিকে, বিজেপি নেতা জাফর ইসলামের দাবি, জিএসটি সংক্রান্ত সব আলোচনাতেই বিরোধীরা থাকেন। কিন্তু পরে বাইরে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এধরনের আন্দোলন করেন।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎ দফতরের ঠিকাকর্মীর, আলোড়ন গলসিতে