TMC Siliguri: সরকারি জমিতে অট্টালিকার মতো বাড়ি-কার্যালয় তৃণমূল নেতার, নির্মাণ ভাঙতে দলেই গোষ্ঠীদ্বন্দ্ব
Siliguri News: বাড়ি ভাঙতে আসলে তৃণমূল নেতা কর্মীদের প্রতিরোধের মুখে পড়তে হয় পুরকর্মীদের
বাচ্চু দাস, শিলিগুড়ি: বাড়ি তৈরি এবং বাড়ি ভাঙা নিয়ে তৃণমূলেই প্রবল অন্তর্দ্বন্দ্বের অভিযোগ। তৃণমূল (TMC) ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের বাড়ি অবৈধ, এমন অভিযোগ ওঠার পর অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে শাসক দলের নেতা-কর্মীদের থেকে বাধা পেয়ে ফিরতে হল পুর কর্মীদের।
ঠিক কী অভিযোগ?
৪৭ নং ওয়ার্ডের পাতি কলোনির তিন নম্বর রাস্তায় অট্টালিকার মতন বাড়ি বানিয়েছেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিত্র দেবনাথ। নিচের তলায় বানিয়েছেন তৃণমূল নির্বাচনী কার্যালয়।
জানা গিয়েছে, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে আইন মেনে নোটিশ জারি করে শুক্রবার শিলিগুড়ি (Siliguri) পুরসভার কর্মীরা ওই বাড়ি ভাঙতে যায়। বাড়ির মালিক সৌমিত্র দেবনাথ তৃণমূলের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। এই বিতর্কিত বাড়ির নিচে তৃণমূলের নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। পুরসভার কর্মীরা তার বাড়ি ভাঙতে গেলে তিনি প্রতিবাদ করে রুখে দাঁড়ান। এলাকায় উত্তেজনা দেখা দেয়। শিলিগুড়ি পুরসভার ইঞ্জিনিয়াররা মহকুমা শাসকের দফতরে গিয়ে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনায় বসেন। তারপর বাড়ি ভাঙার অভিযান স্থগিত রেখে ফিরে যান পুরসভার কর্মী ও ইঞ্জিনিয়াররা।
কিন্তু সরকারি জমির উপর বাড়ি বানানোর অভিযোগ থাকায় শুক্রবার পুরনো নিগমের কর্মীরা বাড়ি ভাঙতে আসলে তৃণমূল নেতা কর্মীদের প্রতিরোধের মুখে পড়তে হয় পুরকর্মীদের। ঘটনাস্থলে ছুটে আসে প্রধান নগর থানার পুলিশ। অবশেষে পুরকর্মীদের ফিরে যেতে হয়।
আরও পড়ুন, নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন বালক, নেপথ্যে পঞ্চম শ্রেণির এক ছাত্রের সঙ্গে ঝগড়া?
নোটিশ জারি করে অভিযানে গিয়ে তৃণমূল নেতার বাধায় ফিরে আসতে হওয়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছে পুরসভা। মেয়র গৌতম দেব অবশ্য জানিয়েছেন, আলোচনা করব তারপর যা পদ্ধতি আছে সেই অনুযায়ী পুর নিগম চলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে