SIR Hearing: SIR-এর নামে হয়রানির অভিযোগ, সাতসকালে রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার, স্টেশনে প্রবল বিক্ষোভ
SIR Agitation: SIR-এর নামে হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে হাওড়া - কাটোয়া শাখায় সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা ।

রানা দাস, সমুদ্রগড়: নিবিড় সংবিধান সংশোধন বা এসআইআর ঘিরে বিতর্কের রেশ থামার লক্ষ্মণ নেই । বিভিন্ন রাজনৈতিক দল বারবার অভিযোগ করছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে SIR । হয়রানি হচ্ছে সাধারণ মানুষের ।
এবার SIR-এর নামে হয়রানির অভিযোগ তুলে রেল অবরোধ করা হল । শুক্রবার সাতসকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল । পরিস্থিতি সামাল দিতে আসরে ডিআরপি ও আরপিএফ ।
SIR-এর নামে হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে হাওড়া - কাটোয়া শাখায় সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা । শুক্রবার সকাল থেকে শুরু হয় যাত্রীদের হয়রানি । রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ । সেই সঙ্গে রেলস্টেশনে শুরু হয় প্রবল বিক্ষোভ । ডাউন হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন আটকে শুরু হয় অবরোধ । স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা ।
পরিস্থিতি সামাল দিতে হাজদির হয় GRP ও RPF । তাদের আশ্বাসে রেল অবরোধ ওঠে বলে খবর । সব মিলিয়ে কাজের দিন হয়রানির মুখে পড়েন নিত্যযাত্রীরা ।
এসআইআর নিয়ে বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে বিভিন্ন প্রান্তে । গতকাল বেনজির তাণ্ডবের ছবি দেখা গিয়েছিল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় । আজ থমথমে উত্তর দিনাজপুরের চাকুলিয়া ।
গতকাল আক্রান্ত হন থানার IC রাজু সোনার সহ ৬ জন পুলিশকর্মী । এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জন গ্রেফতার হয়েছে ।বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ, অবৈধভাবে আটকে রাখার মামলা রুজু করা হয়েছে । যৌথভাবে অপরাধ সংগঠিত করার অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরেও জমা পড়েছে পুলিশের রিপোর্ট ।
গতকাল আগুন জ্বালিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি । রীতিমতো পেটানো হয় পুলিশকে, নামে র্যাফ, ফাটানো হয় টিয়ার গ্যাস । SIR ঘিরে ব্যাপক তাণ্ডব-ভাঙচুরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে BDO অফিস ।
বিডিও অফিসের এই অবস্থা! নির্বিচারে ভাঙচুর, সামনে তৃণমূল বিধায়ক! ভাঙচুর চালাচ্ছেন তাঁর অনুগামীরা, নির্দ্বিধায় তাণ্ডব!কিন্তু ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও এখনও পুলিশ ছুঁল না তৃণমূল বিধায়ককে!কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, চাকুলিয়ার বিধায়ক হোক কিংবা ফরাক্কার বিধায়ক হোক, তাঁরা তৃণমূল-কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝেন না, তাঁদের একটাই কাজ বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা।






















