Sonali Guha: কেন্দ্রের হারে ডিএ না দিতে পারলে রাজ্য ছেড়ে চলে যান, সোনালির নিশানায় কে?
DA Agitation: ডিএ-আন্দোলনের শততম দিন। হাজরা মোড় থেকে আন্দোলনকারীদের মিছিল।কড়া পুলিশি বন্দোবস্ত। স্লোগানে মুখরিত রাজপথ।

কলকাতা: বকেয়া ডিএ-র দাবিতে মহানগরে মহামিছিলে মেশাল বিরোধীদের। একসঙ্গে বাম-বিজেপি-কংগ্রেস। একসুরে লাগাতার কর্মবিরতির ডাক শুভেন্দু-কৌস্তভের। হাজরায় ডিএ আন্দোলন মঞ্চে যোগ দেন সোনালি গুহ। হাজরার মঞ্চ থেকে আক্রমণে একদা মমতার ছায়াসঙ্গী সোনালী। একসঙ্গে অভিষেককেও আক্রমণ।
সোনালির নিশানায় কে?
সোনালি গুহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়া হলে, এই সরকারের থাকার দরকার নেই। তখন বাম আমল। এখন শুধু বলব আমি দয়া করে সেই কথাটা মনে করে কেন্দ্রের হারে ডিএ দিয়ে দিন। না দিতে পারলে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না।''
ডিএ-র দাবিতে আন্দোলন: ডিএ আন্দোলনের আঁচ গিয়ে পৌঁছল মুখ্যমন্ত্রীর পাড়ায়। ডিএর- দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিয়েই মিছিল করলেন রাজ্য সরকারি কর্মচারীরা।পুলিশ প্রশাসনের সঙ্গে দীর্ঘ লড়াই করে হাইকোর্ট থেকে ছিনিয়ে আনতে হয়েছে মিছিলের অনুমতি। যেন রাজ্যের বিরুদ্ধে শঙ্খনাদ।
স্লোগানে মুখরিত হল কলকাতার রাজপথ: দুপুর ১ টা বেজে ৫ মিনিট, হাজরায় দমকল কেন্দ্র থেকে শুরু হয় সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। খাটে প্রতীকী দেহ শুইয়ে হাজার হাজার সরকারি কর্মচারীর মিছিল এগোতে থাকে হরিশ মুখার্জি রোডের দিকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছিল পুলিশের তরফ থেকে। তৈরি রাখা হয়েছিল জলকামান। মিছিলের একপ্রান্ত যখন প্রায় গন্তব্যে পৌঁছে গেছে, হাজরা মোড়ে মিছিলের শেষপ্রান্তে তখনও ভিড় রাজ্য সরকারি কর্মীদের।
একদিকে যখন মিছিল থেকে সরকার বিরোধী নানান স্লোগান উঠছে, তখন রাস্তার ধারে মাইকে মাইকে উচ্চস্বরে বাজছে রবীন্দ্রসঙ্গীত। কাঠফাটা গরমে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে হাজরা মোড়ের সভামঞ্চে শেষ হয় মিছিল। মিছিল শেষপ্রান্তে তখন মানববন্ধনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। গতমাসেই বকেয়া ডিএ-র দাবিতে দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছিলেন সংগ্রামী মঞ্চের সদস্যরা। ১০ ও ১১ এপ্রিল যন্তর মন্তরে পৌঁছে গিয়েছিল ডিএ বঞ্চনার আওয়াজ। এবার স্লোগান, স্লোগানে মুখরিত হল কলকাতার রাজপথ।
আরও পড়ুন: Sesame Seeds: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?






















