Sourav Ganguly: শিল্প হবেই, বাঙালি ছেলেমেয়েরা চাকরি পাবেন, সমালোচনা উড়িয়ে ফের আশ্বস্ত করলেন সৌরভ
Sourav Slams Crtics: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে সঙ্গী হয়েছিলেন সৌরভ। সেখানে আগে থেকে শালবনিতে বরাদ্দ জমিতে ইস্পাত কারখানা গড়ার কথা ঘোষণা করেন।
কলকাতা: স্পেন থেকে বাংলায় বিনিয়োগের ঘোষণা করেছিলেন তিনি। সেই নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি। এবার তার জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সমালোচনার জবাব দিলেন না শুধু, বাংলায় শিল্প হবেই বলে ফের আশ্বাস দিলেন তিনি। আগামী ১৬ থেকে ২০ মাসের মধ্যেই শিল্প হবে এবং তাতে বাংলার ছেলেমেয়েরা চাকরি পাবেন বলে জানালেন বাঙালির 'দাদা' সৌরভ।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্পেন সফরে সঙ্গী হয়েছিলেন সৌরভ। সেখানে আগে থেকে শালবনিতে বরাদ্দ জমিতে ইস্পাত কারখানা গড়ার কথা ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। বিগত কয়েক বছরের ঘটনাবলীতে আশা যখন ছেড়েই দিয়েছিলেন সকলে, সেই সময় সৌরভের এই ঘোষণায় আশার আলো দেখতে শুরু করেন শালবনির সাধারণ মানুষ। 'দাদা'ই তাঁদের উদ্ধার করতে পারেন বলে জানান।
কিন্তু শালবনির মানুষ সৌরভের কথায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেও, বিষয়টি নিয়ে রাজনৈতিক কটাক্ষের বন্যা বয়ে যায়। সৌরভকে 'ধান্দাবাজ' বলে উল্লেখ করেন কেউ, কেউ আবার 'মানুষ সৌরভকে দেখে অবাক হচ্ছি' বলেও মন্তব্য করেন প্রকাশ্যে। এদিন তার কড়া ভাষাতেই যাবতীয় সমালোচনা-কটাক্ষের জবাব দেন সৌরভ। বলেন, "হবেই। ১৬ থেকে ২০ মাসের মধ্যে এটা হবে। আমি বলব, আপনারাও করুন। অল্পবয়সি ছেলেমেয়ে, যাঁরা পড়াশোনা করে এত ডিগ্রি অর্জন করেছেন, তাঁদেরও ভাল হবে। বাঙালি ছেলেমেয়েরা চাকরি পাবেন।"
আরও পড়ুন: Sourav Ganguly: স্পেন সফরে মমতার সঙ্গী হওয়ায় সমালোচনা, সপাটে জবাব দিলেন সৌরভ
সম্প্রতি স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গী হতে দেখা যায় সৌরভকে। সেখানে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুুরের শালবনিতে ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করেন তিনি। জানান, লগ্নি করা হবে আড়াই হাজার কোটি টাকা। এই ইস্পাত কারখানায় প্রাথমিক পর্যায়ে প্রায় ৬ হাজার কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন।
কিন্তু স্পেন থেকে শিল্পের ঘোষণা এবং মমতার পাশে তাঁর উপস্থিতিকে ভাল ভাবে নেননি বিরোধীরা। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতে তাই সময় লাগেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সৌরভকে 'ধান্দাবাজ' বলে কটাক্ষ করেন। বলেন, "বাম আমলে অ্য়াকাডেমি বানানোর জন্য় জমি নিয়েছিলেন। তৃণমূল সরকারের আমলেও নিউটাউনে জমি নিয়েছেন। কিছু করেননি। উনি এসব ধান্দাবাজি করে টাকা রোজগারের পথ খুঁজে থাকেন।"
রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "স্পেনে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিল্প ঘোষণীর কী প্রয়োজন বুঝতে পারছি না। কলকাতা, দিল্লি অথবা মুম্বইয়েও করতে পারতেন!" বিজেপি নেতা অনুপম হাজরা আবার ক্রিকেটের বিতর্কিত অধ্যায় টেনে অনে সৌরভকে আক্রমণ করেন। গ্রেগ চ্যাপেল অনেক আগেই মানুষ চিনেছিলেন বলে মন্তব্য করেন। তাঁকে ভুল বোঝার জন্য ক্ষমাও চান। এসবের মধ্যে এতদিন নীরবই ছিলেন সৌরভ। শেষ মেশ যখন মুখ খুললেন, ধারাল ভাষাতেই জবাব দিলেন।