South 24 Pargana: সাতসকালে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান
একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে সাগরের বামনখালি এলাকায়। অনুমান করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, হিন্দোল দে: আজ ভোর রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামনখালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। ভোর ৪টে নাগাদ আগুন লাগে। স্থানীয়দের দাবি, পাশেই একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। ইতিমধ্যে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে সাগরের বামনখালি এলাকায়। অনুমান করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। প্রাথমিক অনুমান, একটি চায়ের দোকানে বেআইনিভাবে মজুত গ্যাস সিলিন্ডারেই প্রথমে আগুন লাগে। সেই আগুন দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ১২টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কিছু দোকান। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
ভোররাতে সাগরের বামনখালিতে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১২টি দোকান। বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকলক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সকালে ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মন্ত্রী।