South 24 Pargana: দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়ে ভাইয়ের বুক ফুঁড়ে দিল গুলি! পারিবারিক বিবাদে মর্মান্তিক মৃত্যু
দক্ষিণ ২৪ পরগনায় ফের শ্যুটআউট! জয়নগরে জোড়া খুনের ঘটনার ২ দিন পর এবার গুলি চলল ডায়মন্ডহারবারে।
ডায়মন্ড হারবার: জয়নগরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ডায়মন্ড হারবারে (Diamond Harbour) শ্যুটআউট (Shootout)! জমি নিয়ে পরিবারিক বিবাদের জেরে আত্মীয়কেই গুলি করে খুনের অভিযোগ উঠল। ভাইফোঁটার দিন দিদির শ্বশুরবাড়িতে জমি বিবাদের নিষ্পত্তি করতে গিয়ে মৃত্যু হল ভাইয়ের। নিহত মিঠুন সর্দারের বাড়ি উস্তি থানার সাতঘড়া এলাকায়। বহুদিন তাঁর দিদির শ্বশুরবাড়ির একটি জমি নিয়ে বিবাদ চলছিল।
অভিযোগ, গতকাল জমির বাউন্ডারির পাঁচিল ভাঙতে যান তাঁদেরই আত্মীয় পরেশ মণ্ডল ও অজয় মণ্ডল। তখনই মিঠুন সর্দারকে ডেকে পাঠান তাঁর দিদি। অভিযোগ, বচসা চলাকালীন প্রথমে ইট ছোড়া হয়। তারপরই আচমকা গুলি চালিয়ে দেওয়া হয়। মৃত্যু হয় মিঠুন সর্দারের। অভিযুক্তরা পলাতক বলে খবর পুলিশ সূত্রে।
দক্ষিণ ২৪ পরগনায় ফের শ্যুটআউট! জয়নগরে জোড়া খুনের ঘটনার ২ দিন পর এবার গুলি চলল ডায়মন্ডহারবারে। ভাইফোঁটার দিন দিদির শ্বশুরবাড়িতে গিয়ে খুন হয়ে গেলেন ভাই। জমি নিয়ে পরিবারিক বিবাদের জেরে আত্মীয়কেই গুলি করে খুনের অভিযোগ উঠল।
মৃতের নাম, মিঠুন সর্দার (২৮) বাড়ি উস্তি থানার সাতঘড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, বহুদিন ধরে মিঠুনের দিদির শ্বশুরবাড়ির একটি জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, বুধবার, ভাইফোঁটার দিন জমির বাউন্ডারির পাঁচিল ভাঙতে যান তাঁদেরই আত্মীয় পরেশ মণ্ডল ও অজয় মণ্ডল। তখনই মিঠুনকে ডেকে পাঠান তাঁর দিদি।
অভিযোগ, ২ পক্ষের বচসা চলাকালীন প্রথমে ইট ছোড়া হয়। তারপরই আচমকা মিঠুনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মিঠুন সর্দারকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অভিযুক্তরা পলাতক বলে খবর পুলিশ সূত্রে। গত সোমবারই উৎসবের মরসুমে জোড়া খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগর। তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের পর, খুন করা হয় এক অভিযুক্তকে। এবার ভাইফোঁটার দিল ডাযমন্ডহারবারে দিদিরবাড়িতে গিয়ে আত্মীয়দের হাতে খুন হয়ে গেলেন ভাই।
আরও পড়ুন- অতি গভীর নিম্নচাপের জেরে বাংলাজুড়ে বৃষ্টির আশঙ্কা, আপনার জেলায় কতটা বৃষ্টির পূর্বাভাস ?