South 24 Pargana News: দোলের রাতে বাঘের দেখা
South 24 Pargana Update: দোলের দিন সুন্দরবনে পুরস্কার পর্যটকদের। সুন্দরবনে ঘুরতে গিয়ে সামনাসামনি নজরে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার।
শান্তনু নস্কর, চিলমারি, দক্ষিণ ২৪ পরগনা: দোলের দিন সুন্দরবনে পুরস্কার পর্যটকদের। সুন্দরবনে ঘুরতে গিয়ে সামনাসামনি নজরে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার (royal bengal tiger)। উৎসাহী দর্শকদের ক্য়ামেরাতেও ধরা দিল বাঘ। শুক্রবার সন্ধে নাগাদ বাঘের দেখা মেলে। সুন্দরবনের (sundarban) ঝিলা রেঞ্জের চিলমারির জঙ্গলের ঘটনা। সন্ধেবেলায় ওই জঙ্গলে খাঁড়ি পেরিয়ে চরে বসে বিশ্রাম নিতে দেখা যায় বাঘটিকে। বেশ কিছুক্ষণ দেখা যায়। এরপর এদিক ওদিক খানিক ঘুরে ফের জঙ্গলে নিজের আস্তানায় ফিরে যায় বাঘটি। পুরো সময়টিই ক্যামেরাবন্দি করেন পর্যটকরা (tourist)।
বছরভর সুন্দরবনে ভিড় লেগেই থাকে পর্যটকদের। মূল আকর্ষণ বাঘ। রয়্যাল বেঙ্গল দেখার জন্যই দেশের নানা প্রান্ত থেকে সুন্দরবনে ভিড় জমান পর্যটকরা। সুন্দরবনের উপরে নির্ভর করেই চলে ওই এলাকার পর্যটন শিল্প (tourism)। শুক্রবার বাঘ দেখা যাওয়ায় একলাফে সেই আকর্ষণ আরও বেড়ে গেল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তার জেরেই রোজগারও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
গত বছরের শেষ থেকেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় বারবার দেখা গিয়েছে বাঘ। গত কয়েকমাসে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি-সহ একাধিক জায়গায় রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। গোসাবার সাতজেলিয়া, লাহিড়িপুর, কুমিরমারি, পাথরপ্রতিমার শ্রীপতিনগরে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। কুলতলি, গোসাবা, পাথরপ্রতিমার মতো জায়গায় বিভিন্ন সময়ে মিলেছে বাঘের পায়ের ছাপ। তা ঘিরে বেড়েছিল আতঙ্কও। কখনও কখনও জঙ্গলে ঢুকে টানা তল্লাশি চালিয়েছিলেন বনদফতরের কর্মীরা। অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘদিন টানাপড়েনের পরে ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতেও বাঘের আতঙ্ক দেখা গিয়েছিল চলতি বছরেই। নদীর চরে মেলে বাঘের পায়ের ছাপ। তারপর থেকেই টানা তল্লাশি শুরু করেছিল বনদফতর। সেই সময় রাস্তায় উপর বাঘ শুয়ে থাকতে দেখা গিয়েছিল বলে দাবি করেছিলেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: বাঁশ-লাঠি নিয়ে রাজ্য সড়কে মারপিট, পারিবারিক বিবাদে আহত ৭