Frezargung Gram Panchayat : বাম-কংগ্রেস, তৃণমূল ঘুরে বিজেপি, ক্ষমতা বদলের অন্য ছবি নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে
এই গ্রাম পঞ্চায়েতের অধীনে জেলার অন্যতম দুই পর্যটন কেন্দ্র বকখালি (Bakkhali) ও হেনরি আইল্যান্ড (Henries Island)। সাধারণ মানুষ চাইছেন রাজনৈতিক তরজা ছাপিয়ে উন্নয়ন হোক এলাকার।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে অব্য়াহত ক্ষমতা বদলের ধারা। এবার এই গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি (BJP)। ২০টির মধ্য়ে ১২টি আসন গেছে বিজেপির দখলে। তৃণমূল (TMC) পেয়েছে ৭টি আসন। ১টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। ফলপ্রকাশের পর থেকেই দল ভাঙানোর অভিযোগ ঘিরে শুরু হয়েছে চাপানউতোর।
২০১৩, ২০১৮ এবং ২০২৩। পরপর তিনটি পঞ্চায়েত ভোটেই এরাজ্য়ে বড় জয় পেয়েছে তৃণমূল। কিন্তু এর মধ্য়ে ব্য়তিক্রম দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত (Frezurgung Gram Panchayat)। ২০১৩ থেকে প্রতি ৫ বছর অন্তর এই গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার পালাবদল হয়েছে। ২০১৩ সালে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েত দখল করেছিল বাম-কংগ্রেস জোট (Left Congress Alliance)। ২০১৮ সালে গ্রাম পঞ্চায়েতটি যায় তৃণমূলের দখলে। ক্ষমতা বদলের ধারা অব্য়াহত রেখে এবার এই গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি।
ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২০ টি। বিজেপি পেয়েছে ১২ টি আসন। তৃণমূলের দখলে গেছে ৭ টি আসন। ১ টি আসন পেয়েছে কংগ্রেস। কিন্তু, পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর থেকেই, তৃণমূল তাদের জয়ী প্রার্থীদের ভাঙানোর চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপির। সাগর-৬-এর বিজেপি মণ্ডল সভাপতি বলেছেন, 'বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের যাঁরা জয়ী প্রার্থী তাঁদেরকে বিভিন্ন উস্কানিমূলক চাকরির টোপ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়ে কেনার চেষ্টা করছে। কিন্তু, আমরা প্রত্য়য়ী আমরাই বোর্ড গঠন করব। আমরা আমাদের পঞ্চায়েত গঠন করবই। সময় এলে করে দেখাব।' পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানা বলেছেন, 'বিজেপি যেটা বলছে ফালতু কথা বলছে। আমরা তৃণমূল কংগ্রেস করি। দিদির আদর্শ মেনে চলি। মানুষ যেখানে রায় দিয়েছে সেখানে আমরা দখল করব না। ওটা মিথ্যে কথা বলছে।'
এই গ্রাম পঞ্চায়েতের অধীনে জেলার অন্যতম দুই পর্যটন কেন্দ্র বকখালি (Bakkhali) ও হেনরি আইল্যান্ড (Henries Island)। সাধারণ মানুষ চাইছেন রাজনৈতিক তরজা ছাপিয়ে উন্নয়ন হোক এলাকার। বাম আমলেও ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকবার ক্ষমতার বদল ঘটেছে। তবে এবার বোর্ড গঠনের আগে, সেখানে টানাপোড়েন তুঙ্গে।
আরও পড়ুন: Panchayat Election 2023: মক্কা থেকে কীভাবে মনোনয়ন? তদন্তে মিনাখাঁ বিডিও অফিসে সিআইডি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial