South 24 Parganas News: 'স্কুলে জমি ছাড়তে হবে..', ফ্ল্যাট করার পরিকল্পনা ! বিস্ফোরক অভিযোগ দক্ষিণ ২৪ পরগনায়
South 24 Parganas School Land Controversy: প্রমোটিংয়ের কারণে স্কুলের জমি দখলের চেষ্টার অভিযোগ ! ঘটনায় কাউন্সিলারের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মোদি সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্টে, সামনে এল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের করুণ চিত্র। এমনিতেই স্কুলছুটের সংখ্যা বৃদ্ধিতে তৈরি হয়েছে উদ্বেগ। তার উপর এবার প্রমোটিংয়ের কারণে স্কুলের জমি দখলের চেষ্টার অভিযোগ ! ঘটনায় কাউন্সিলারের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ পুরসভার।
রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত হরিনাভী সুভাষিণী বালিকা বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ। সম্প্রতি স্কুলের বাউন্ডারি দেওয়ার কাজ শুরু হয়েছিল। সেই কাজে বাধা দেওয়া হয়েছে। পৌরসভা থেকে বাধা দেওয়া হয়। স্কুলের জায়গা থেকে জমি ছাড়তে হবে সেই দাবিতে এই কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ প্রধান শিক্ষিকার।
তার অভিযোগ স্থানীয় কাউন্সিলার বিষয়টি নিয়ে তাদের উপর চাপ তৈরি করছেন। কারা অভিযোগ জানিয়েছে সেই বিষয়টিও পৌরসভা জানায়নি বলে অভিযোগ। প্রোমোটিং করার কারণে এই চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এটি একটি বালিকা বিদ্যালয়। স্কুলে ১৭০০ ছাত্রী রয়েছে । তাদের নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি দেওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। স্থানীয় বাসিন্দা অলোকনাথ ভট্টাচার্য জানান।
পৌরসভার কাছে অভিযোগ জানানো হয়েছে। স্কুলের মধ্যে খানিকটা তার জায়গা আছে বলে দাবি করেন তিনি । তাই স্কুলের কাছ থেকে রাস্তার জন্য আবেদন জানানো হয়েছে। আগামীদিনে ফ্ল্যাট করার পরিকল্পনা আছে বলে জানান বাড়ির মালিক অলোকনাথ ভট্টাচার্য । যদিও পুরো বিষয়টি তিনি চেয়ারম্যানের উপর ছেড়েছেন।
বিষয়টি নিয়ে পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানান তিনটি চিঠি পেয়েছে পৌরসভা। রাস্তা বন্ধ হয়েছে সাধারণ মানুষ জানানোয় কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। স্কুলও পালটা চিঠি দিয়েছে। BLRO ও পৌরসভা জায়গা মেপে নির্দিষ্ট করে দেবে বলেও জানান তিনি। তারপর কাজ হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন মৌজা ম্যাপ অনুযায়ী কাজ হবে। তবে প্রমোটিং এর ব্যাপারে তার কিছু জানা নেই বলে জানান তিনি।
আরও পড়ুন, মাঠের মধ্যে বড় খড়ের গাদার মতো কী ওটা ? বুঝতেই শিহরণ নয়াগ্ৰামের কৃষকদের
বিস্তারিত আসছে..