Kamalgazi Shootout: সিন্ডিকেট বিবাদ নয়তো ? কামালগাজি শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
Highland Park Kamalgazi Shootout Case : কামালগাজিতে যুবককে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। শুধুই পানশালায় বসা নিয়ে বচসা নাকি সিন্ডিকেট বিবাদ, খতিয়ে দেখছে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা: কামালগাজিতে (Kamalgazi) যুবককে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। শুধুই পানশালায় বসা নিয়ে বচসা নাকি সিন্ডিকেট বিবাদ, খতিয়ে দেখছে পুলিশ (Police)। ২৪ ডিসেম্বর হাইল্যান্ড পার্কের (Highland Park) পানশালায় বচসার জল গড়ায় শ্যুটআউটে। যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে গুলি (Shootout Case) করার অভিযোগ। লালবাজারের (Lalbazar) গুণ্ডা দমন শাখা ও সার্ভে পার্ক থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার। মূল অভিযুক্ত ছোটাবাবু-সহ এখনও পর্যন্ত মোট ৩ জন গ্রেফতার।
কামালগাজির গুলিকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার, ঠিক কী হয়েছিল ?
বড়দিনের আগের রাতে খাস কলকাতার কাছেই চলল গুলি। পানশালার ঝামেলা গড়াল শ্যুটআউটে। হাইল্যান্ড পার্কে বচসা। সেখান থেকে ফিল্মি কায়দায় এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে খুনের চেষ্টার অভিযোগ উঠল। পানা পুকুরে লাফ দিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন আক্রান্ত।বড়দিনের আগের রাতে, শনিবার তিলোত্তমা যখন উৎসবে মেতে, মারাত্মক এই ঘটনা ঘটে গেল কলকাতার হাইল্যান্ড পার্কের কাছে। গুরুতর জখম গড়িয়া স্টেশন এলাকার আদর্শনগরের বাসিন্দা, আক্রান্ত পিন্টু বাগ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত পিন্টু বাগের দাবি,শনিবার রাতে এক বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় যান তিনি। অভিযোগ, সেখানে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। আক্রান্ত যুবকের দাবি, এরপর সেই পানশালা থেকে বেরিয়ে আসেন।
আরও পড়ুন, ৮০ শয্যার বিশেষ পরিকাঠামো! করোনা মোকাবিলায় সাজছে বাঁকুড়া মেডিক্যাল
শুধুই পানশালায় বসা নিয়ে বচসা নাকি সিন্ডিকেট বিবাদ ?
পানশালা থেকে বেরিয়ে আসার পরই ঘটে যায় হাড়হিম করা ঘটনা। অভিযোগ, গাড়ির মধ্যে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা ছাড়াও, তাঁকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর বা হাতে লাগে। আক্রান্তের দাবি, ভয়ে পাশের একটি পানা পুকুরে ঝাপ দেন যুবক। বড়দিনের আগে গোটা শহর জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ। কিন্তু তারমধ্যেও এই ঘটনা ঘটল কী করে? আক্রান্ত যুবক এলাকায় মাটি ব্যবসার সঙ্গে যুক্ত। তাহলে কি সিন্ডিকেট বিবাদের জেরেই এই শ্যুটআউট ? নাকি পানশালায় বসা নিয়ে বিবাদ ? নেপথ্যে পুরনো কোনও শত্রুতা নেই তো ? খতিয়ে দেখছে পুলিশ।