Bankura: ৮০ শয্যার বিশেষ পরিকাঠামো! করোনা মোকাবিলায় সাজছে বাঁকুড়া মেডিক্যাল
Covid19: করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় মেডিক্যাল কলেজে ৮০টি শয্যা নিয়ে পৃথক কোভিড ওয়ার্ড তৈরি করা হয়। করোনার চিকিৎসায় ব্যবহারের উদ্দেশ্যে বসানো হয় লিকুইড অক্সিজেন প্লান্ট।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: করোনা (Corona) মোকাবিলায় জোর প্রস্তুতি শুরু হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bankura Sammilani Medical College Hospital)। পরিকাঠামো কতটা তৈরি, তা জানতে প্রশাসনের নির্দেশে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হল করোনার মক ড্রিল। করোনা (Corona) চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখে এদিন একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন আধিকারিকরা।
করোনা মোকাবিলায় প্রস্তুতি শুরু: ফের চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। দক্ষিণবঙ্গে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় মেডিক্যাল কলেজে ৮০টি শয্যা নিয়ে পৃথক কোভিড ওয়ার্ড তৈরি করা হয়। করোনার চিকিৎসায় ব্যবহারের উদ্দেশ্যে বসানো হয় লিকুইড অক্সিজেন প্লান্ট। কিন্তু চিন সহ বিভিন্ন দেশে বাড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে পরিকাঠামো প্রস্তুত রাখার উপর জোর দিচ্ছে প্রশাসন। মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়েছে ৬০ টি সিসিইউ শয্যা সহ মোট ৮০ টি শয্যা একেবারেই তৈরি। যথেষ্ট অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমান প্রয়োজনীয় ওষুধ, মাস্ক, স্যানিটাইজার মজুত রয়েছে।
করোনা (Corona) বাড়লে কলকাতার ৩টি হাসপাতালে ভর্তি করা যাবে আক্রান্তদের। ৩টি হাসপাতালকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ হাসপাতালকে তৈরি রাখা হচ্ছে । স্বাস্থ্যভবনের (West Bengal Health department) সঙ্গে সরকারি হাসপাতালগুলির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি জেলায় ১টি করে কোভিড হাসপাতাল (Covid19 Hospital) তৈরি রাখা হবে। হাসপাতাল চিহ্নিত করতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়।
আরও পড়ুন: Covid19 Test: ফের করোনার চোখ রাঙানি, বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর পরীক্ষার সিদ্ধান্ত