Maheshtala News: কালী পুজোর আগে মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়, সম্প্রীতি উড়ালপুলে বাইক আরোহীর মৃত্যু !
Maheshtala Flyover Accident : কালীপুজোর আগে এল মর্মান্তিক দুর্ঘটনার খবর, সকালে মা উড়ালপুল, আর এবার মহেশতলার সম্প্রীতি উড়ালপুল..
দক্ষিণ ২৪ পরগনা: রাত পোহালেই কালীপুজো। এদিকে উৎসবের আমেজের মাঝেই এল বিষাদের বার্তা। একে সাতসকালেই দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে। এদিকে এবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। এদিকে আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।আহত হয়েছেন গাড়ির চালকও।
মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে গাড়ির চালক আহত হন। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ট্যাক্সি চালক গতি শ্লথ করায়, পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়ি। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়। ফেটে যায় গাড়ির এয়ার কুলিং ট্রাঙ্ক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে যানজট তৈরি হয়। গাড়ি আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
চলতি মাসের শুরুতেই হয়েছে দুর্গা পুজো। এদিকে মহালয়ার পর থেকে উমা বিদায় অবধি এশহর ভয়াবহ একাধিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে। পুজোর মধ্যেই মহাসপ্তমীতে পথ দুর্ঘটনায় স্ত্রী ও কন্যা হারিয়েছিলেন শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক। নবমীতে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ সদস্য। পথ দুর্ঘটনায় স্ত্রী ও কন্যা হারিয়েছিলেন শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক। নিজেও হয়েছিলেন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড় থানার আমড়া এলাকায়।
অপরদিকে, নবমীর রাতে ঠাকুর দেখে রেজিনগর থেকে দাদপুরের দিকে যাচ্ছিলেন। জাতীয় সড়কের উপর বাইকে ফিরছিলেন একই পরিবারের ৩ সদস্য। স্থানীয়দের দাবি, সেই সময় রেজিনগরে পিছন থেকে এসে ধাক্কা মারে বাস। ঘটনাস্থলের মৃত্যু হয় এক জনের। ৩ জনকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে তাঁদের মৃত্যু হয় বলে খবর আসে।
আরও পড়ুন, থানায় ঢুকে 'পুলিশ পেটালেন' TMC নেতা ? বিস্ফোরক পোস্ট শুভেন্দুর, 'কালীপুজোর চাঁদার নামে..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।