এক্সপ্লোর
ক্যানিংয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে বেরিয়ে ধানের আগাছা সাফ করলেন বিধায়ক
পুকুরে নেমে মাছ ধরা থেকে শুরু করে ধানের চারা পোঁতা, সবই করেছিলেন। সেই রেশ ধরে এবার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে জমিতে নেমে ধানের আগাছা সাফ করলেন শ্যামল মণ্ডল।

ক্যানিং:‘দিদিকে বলো’র প্রথম পর্যায়ে ধানের চারা পুঁতেছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। এবার মানুষের কাছাকাছি পৌঁছাতে ধানের আগাছা সাফাইয়ে নেমে পড়লেন তিনি। ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন ব্লক তৃণমূলের নেতারাও। ‘দিদিকে বলো’কে তিনি শুধু আমজনতার সঙ্গে আলাপচারিতেই আটকে রাখেননি। তাদের সঙ্গে মিলেমিশে যেতে কী না করলেন তিনি। পুকুরে নেমে মাছ ধরা থেকে শুরু করে ধানের চারা পোঁতা, সবই করেছিলেন। সেই রেশ ধরে এবার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে জমিতে নেমে ধানের আগাছা সাফ করলেন শ্যামল মণ্ডল। ২০ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিকারিঘাটা, বাঁশড়া এলাকায় চলে জনসংযোগ। স্থানীয় কংগ্রেস নেতা ভোলানাথ সরদার জানান, 'তৃণমূলের ব্লক সভাপতি, বিধায়ক আসেন, রাস্তাঘাট, বিদ্যুতের সমস্যা নিয়ে ওনাদের জানিয়েছি, ওরা যদি সমস্যার সমাধান করে তাহলে মানুষকে ওদের ভোট দিতে।' শাসক দলের নেতাদের হাতের কাছে পেয়ে নাগরিকপঞ্জি নিয়ে উদ্বেগের কথা জানান বাসিন্দাদের একাংশ। তার উত্তরে বিধায়ক জানান,‘এনআরসি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, মানুষকে বলেছি চিন্তা নেই, তৃণমূল এর বিরোধিতা করছে।’ তৃণমূলের এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য স্বপন বৈদ্য জানান, ‘দিদিকে বলো করে কোনও লাভ নেই, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, বিধানসভা ভোটে তৃণমূল ধুয়ে মুছে যাবে।’ জনসংযোগ শেষে দলীয় কর্মীর বাড়িতে খাওয়াদাওয়া করেন তৃণমূলের জনপ্রতিনিধিরা।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















