South Bengal Weather: ভ্যালেন্টাইন্স ডে মাটি করতে পারে খলনায়ক বৃষ্টি ? বিকেলের পর কেমন থাকবে আবহাওয়া ?
South Bengal Weather Update: ঘুরতে বেরোনো মাটি করে দেবে কি খলনায়ক বৃষ্টি ? কেমন থাকবে আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? জানাল হাওয়া অফিস
কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে-তে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়।দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামী দু-তিন দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে। ইতিমধ্য়েই বৃষ্টি শুরু পুরুলিয়া ও বাঁকুড়া-সহ বেশ কিছু জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তার বাড়বে দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৯ ডিগ্রি, ৭৬ % আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১৯ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৯ ডিগ্রি, ৮২% আর্দ্রতা |
হাওড়া | ১৯ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
কলকাতা | ১৮.৫ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
হুগলি | ১৯ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পুরুলিয়া | ১৭ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১৮ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১৯ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
বাঁকুড়া | ১৬ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১৮ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১৮ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
বীরভূম | ১৮ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১৫ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
নদিয়া | ১৯ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
আবহাওয়ার আপডেট:
আবহাওয়াবিদ জানিয়েছেন, মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। ঘুর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাব বৃষ্টি মধ্য ভারত পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বঙ্গোপসাগরে একটি চাপ কাজ করছে। যার প্রভাব আগামী ২৪ ঘণ্টা অবধি কাজ করবে।সরস্বতী পুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। কলকাতা আজ আংশিক মেঘলা আকাশ । সন্ধে ও রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। কাল বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা।