South Dinajpur School: মিড মিলের লাইনে দাঁড়িয়ে ছাত্রমৃত্যু, স্কুলে ভাঙচুর, বিক্ষোভ অভিভাবকদের
West Bengal News: বুধবার, মিড ডে মিলের লাইনে দাঁড়ানো অবস্থায় মাথা ঘুরে পড়ে যায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। তাকে নিয়ে আসা হয় শিক্ষকদের ঘরে।
চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: ছাত্রের মৃত্যুর (Student Death) ঘটনায় উত্তেজনা ছড়াল স্কুলে। শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক, গ্রামবাসী এমনকী ছাত্রদের একাংশও। মারধর করা হয় শিক্ষকদের। ভাঙচুর করা হয় সকুলেও। শিক্ষকদের দাবি, পুলিশ ঠিক সময় এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না।
উত্তেজনা ছড়াল স্কুলে: প্রথমে শিক্ষকের কলার ধরে ঝাঁকুনি। তারপর সজোরে কিল, চড়, ঘুষি। একজন ছাড়লে মারছে অন্য়জন। চেষ্টা করেও উন্মত্ত জনতাকে ঠেকাতে পারছে না পুলিশ। গাছের ডাল ভেঙে শিক্ষকদের ঘরে ঢুকে এসেছেন ক্ষুব্ধরা। ইটের আঘাতে ভাঙা হচ্ছে স্কুলের জানলা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাইক। স্কুলে এই অশান্তির কেন্দ্রে রয়েছে এক ছাত্রের মৃত্য়ু।
বুধবার, মিড ডে মিলের লাইনে দাঁড়ানো অবস্থায় মাথা ঘুরে পড়ে যায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। তাকে নিয়ে আসা হয় শিক্ষকদের ঘরে। প্রাথমিক সেবা শুশ্রূষা করা হয় তাঁর। খবর দেওয়া হয় বাড়ির লোকেদের। তাঁরা এসে হাসপাতালে নিয়ে যায় ওই ছাত্রকে। কিন্তু, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক, গ্রামবাসী এমনকী ছাত্রদের একাংশ। তাদের দাবি, কোনও শিক্ষক এগিয়ে আসেননি। প্রধান শিক্ষকও কোনও সক্রিয় ভূমিকা পালন করেননি। যদিও শিক্ষকদের দাবি, পুলিশ ঠিক সময় এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
দিনকয়েক আগে হাওড়ার একটি স্কুলে মিড মিলের রান্নাঘরে আগুন লেগে যায়। হাওড়ার লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়ার দিবাকর ভট্ট এস আর সারদামণি প্রাথমিক বিদ্য়ালয়ে গ্য়াস সিলিন্ডারের পাই লিক করে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। গুরুতর আহত প্রধান শিক্ষিকা ও সহকারি শিক্ষিকা। তাঁদের কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রার্থনা শেষ হওয়ার পর চা বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো হয়। পরে দমকল এসে গ্য়াস সিলিন্ডারটি বাইরে বের করে দেয়। সেই সময় পড়ুয়ারা সবেমাত্র স্কুলে আসছিল। দুর্ঘটনায় অভিভাবকদের মধ্য়ে আতঙ্ক ছড়ায়। এর জেরে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। মিড ডে মিল রান্না হত যে ঘরে সেই ঘর তালা বন্ধ করে দেওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Dengue Case: বর্ষার শুরুতেই সাফাই অভিযান, ডেঙ্গি মোকাবিলায় তৎপরতা বাঁকুড়ায়