CBSE News: কলা শাখায় ৯৯ শতাংশ নম্বর, সিবিএসই দ্বাদশে তাক লাগালেন ওভিয়া রায়
South Point Student Tops CBSE: ফল বেরোল সিবিএসই দ্বাদশের। বিজ্ঞানের পাশাপাশি কলা শাখাতেও নম্বরের জোয়ার। সাউথ পয়েন্টের ওভিয়া রায় কলা শাখায় ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ফল বেরোল সিবিএসই (CBSE) দ্বাদশের। বিজ্ঞানের (science) পাশাপাশি কলা (humanities) শাখাতেও নম্বরের জোয়ার। সাউথ পয়েন্টের ওভিয়া রায় কলা শাখায় ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন। একই স্কুলের বিজ্ঞানের ছাত্রী জাহ্নবী শ-ও ৯৯ শতাংশ অর্জন করেছেন। তবে কলা শাখায় ওভিয়ার মারকাটারি নম্বর তাক লাগিয়ে দিয়েছে সকলকে। কী ভাবে এমন সাফল্য?
সাফল্যের চাবিকাঠি
এবিপি আনন্দকে এক্সক্লুসিভ (Abp Ananda Exclusive) সাক্ষাৎকারে কৃতী পড়ুয়া জানালেন, এনসিইআরটি-র বইগুলো খুঁটিয়ে পড়েছেন। সেখান থেকে নোটস বানিয়ে লিখেছেন। শুধু তা-ই নয়। প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক বছর সিবিএসই-র সব কটি প্রশ্নপত্রের উত্তরও করেছেন। সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় সাহায্য তো ছিলই। তবে নিজের পরিশ্রমের উপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছন ওভিয়া।
কিন্তু টিউশন?'হ্যাঁ টিউশন ছিল। তবে সব টিউশনই অনলাইন ছিল।' সেই অনলাইন টিউশনের নোটস নিয়েও প্রস্তুতি নিয়েছেন। ফল? মার্কশিটের প্রতিটি কোণায় মণিমুক্তো। ইংরেজিতে ৯৮, রাষ্ট্রবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, লিগাল স্টাডিজে ৯৯ এবং মনোবিজ্ঞানে ১০০। অর্থাৎ ফুল স্কোর।
কলা শাখায় এত নম্বর কী ভাবে?
কিন্তু কলা শাখা যেখানে এত নম্বর বেশ কয়েক বছর আগে পর্যন্তও কষ্টকল্পনা ছিল, সেখানে এমন পারফরম্যান্স কী ভাবে? ওভিয়ার কথায়, 'কলা শাখায় ভালো ফলাফল করতে হলে কনসেপ্ট বা বিষয়বস্তুটা বোঝা দরকার। তার পর তা নিজের ভাষায় লিখলে নিশ্চয়ই ভালো নম্বর পাওয়া যায়।' এর পর কী করতে চান? মনোবিজ্ঞান নিয়ে লেখাপড়া করবেন, জানিয়ে দিলেন কৃতী ছাত্রী। তবে এ রাজ্যে নয়, দিল্লি চলে যেতে চান।
সিবিএসই দ্বাদশে রাজ্যের অন্যতম শীর্ষ স্থানাধিকারিণীর বক্তব্য, এখান থেকে দিল্লিতে সুযোগ বেশি। এর পর গবেষণা করতে চান তিনি। তবে খুব দূরের কথা ভাবছেন না।
আপাতত নজর স্নাতকস্তরের লেখাপড়ায়।
আরও পড়ুন:আজ আবেদনের শেষ তারিখ, ভারতীয় নৌবাহিনীতে প্রচুর পদে হচ্ছে নিয়োগ