IND vs ENG Live: টি-২০-র পর ওয়ান ডে সিরিজেও ব্রিটিশ-বধ ভারতের, লাইভ আপডেট
IND vs ENG Live Score update: কটকের বরাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪ উইকেটে হারাল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ পকেটে।

Background
কটক: ইংল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ় জিতেছিল ভারতীয় দল। প্রথম ওয়ান ডেতেও ইংল্যান্ড দলকে রীতিমতো শাসন করে ৬৮ বল বাকি থাকতে জয় সুনিশ্চিত করে নেয় টিম ইন্ডিয়া। এবার রবিবাসরীয় কটকে (IND vs ENG 2nd ODI) ওয়ান ডে সিরিজ়ও নিজেদের নামে করার হাতছানি রোহিত বাহিনীর সামনে। তবে এই ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা কারণ মূলত দুইটি। এক অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম এবং অপরটি হল ভারতীয় একাদশ নির্বাচন।
রোহিত শর্মা দীর্ঘদিন ধরেই ফর্মে নেই। অস্ট্রেলিয়া সফরের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রঞ্জি ট্রফিতে ফিরে রান পাননি। প্রথম ওয়ান ডেতেও ভারতীয় অধিনায়কের সংগ্রহ মাত্র দুই রান। গত বছরের অগাস্ট মাসের পর থেকে কোনও ফর্ম্যাটে অর্ধশতরান অবধি করতে পারেননি রোহিত। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি এমন পরিস্থিতিতে রোহিতের এহেন ফর্ম নিঃসন্দেহে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তথা সমর্থক, সকলের জন্যই চিন্তার কারণ।
অনেকটা একই অবস্থা আরেক মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli)। তিনিও পারথে অজ়িদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর থেকে রান পাননি। উপরন্তু, চোটের কারণে এক রঞ্জি ট্রফি ম্যাচ মিস করেছেন। প্রথম ওয়ান ডেতেও হাঁটু ফুলে থাকার কারণে তাঁর মাঠে নামা হয়নি। এমন পরিস্থিতিতে তাঁর বিষয়ে সকলেরই নজর রয়েছে। কোহলির চোট অবশ্য সেরে গিয়েছে।
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে ভারতীয় দলের নবনিযুক্ত ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও (Sitanshu Kotak) কোহলির ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা গিলের সুরেই কথা বললেন। তিনি জানান, 'কোহলি ফিট। এখানে অনুশীলন করতে প্রস্তুত এবং মাঠে নামতেও তৈরি।' তাঁকে শনিবার ভারতীয় দলের অনুশীলনেও দেখা যায়। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন কার স্থানে কোহলি ভারতীয় একাদশে খেলবেন?
কোহলির চোটের কারণে শ্রেয়স আইয়ার প্রথম ওয়ান ডেতে সুযোগ পান। আর সুযোগ পেয়েই অনবদ্য পারফর্ম করেন তিনি। ৩৬ বলে বিধ্বংসী ৫৯ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার। তাহলে কি শ্রেয়সই বাদ পড়ছেন?
India vs England Live Score: ৩৩ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতল ভারত
৩৩ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে জিতে নিল ওয়ান ডে সিরিজও।
India vs England ODI Live Score: পরপর ফিরলেন কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্য
পরপর ফিরলেন কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্য। দুজনই ১০ রান করে আউট। ম্যাচ জিততে ৪৮ বলে ১৯ রান চাই ভারতের। হাতে ৪ উইকেট।




















