Sovan-Baishakhi: 'মুক্ত' বৈশাখী, 'মুক্তির অপেক্ষায়' শোভন
Baisakhi Divorce: মনোজিৎ মণ্ডলের সঙ্গে বিয়ে ভেঙে বেরিয়ে এলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁদের মিউচুয়াল ডিভোর্সের পক্ষে রায় দিল আলিপুর আদালত।
কৃষ্ণেন্দু অধিকারী, প্রবীর চক্রবর্তী, কলকাতা: মনোজিৎ মণ্ডলের সঙ্গে বিয়ে ভেঙে বেরিয়ে এলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। বুধবার তাঁদের মিউচুয়াল ডিভোর্সের পক্ষে রায় দিল আলিপুর আদালত। বুধবার ছিল মামলার শুনানির শেষ দিন। তাঁদের বক্তব্য শুনে বিচারক মিউচুয়াল ডিভোর্স (Mutual Divorce) বা আপস বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছেন বলে জানিয়েছেন দুজন।
কী বললেন বৈশাখী:
বৈশাখী বন্দ্যোপাধ্যায় ((Baisakhi Banerjee)) বলেন, 'মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করেছিলাম। আজ আমাদের শেষ শুনানি ছিল। বিচারক আমাদের সঙ্গে কথা বলে ডিভোর্সের রায় দিয়েছেন। সন্তানের ভরণপোষণের জন্য টাকা দিতে বলছেন ওঁকে। আমি জানিয়েছি, সন্তানের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে। যখন কোর্ট বলেছে দিতে, আমি আর কিছু বলিনি।'
মনোজিৎ মন্ডলের দাবি:
এদিন রায়ের পরে মনোজিৎ মণ্ডল (Manojit Mondal) বলেছেন, "চার বছর ধরে বনিবনা হচ্ছিল না। সেই কারণেই মিউচুয়াল ডিভোর্সের ((Mutual Divorce) ) আবেদন করি। তাতে সম্মতি মিলেছে। মেয়ে যেহেতু এখন ছোট থাকবে মায়েই কাছেই। মেয়ে যখন সাবালিকা হবে, তখন মেয়ে নিজে ঠিক করবে কার কাছে থাকবে। মেয়ের ভরণপোষণ আমি দেব।'
শোভনের প্রতিক্রিয়া:
বান্ধবীর মিউচুয়াল ডিভোর্স (Mutual Divorce) নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তিনি বলেন, 'বৈশাখীর সঙ্গে আমার এত দিনের পরিচয়ে এই প্রথম বৈশাখীকে মুক্তির স্বাদ পেতে দেখলাম।' এর সঙ্গেই কথা বলতে গিয়ে পুরনো প্রসঙ্গ টেনে এনেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ((Sovan Chatterjee))। তিনি বলেন, 'আমিও এই মুক্তির স্বাদের অপেক্ষায় আছি। অনেক অনেকে কথা বলেছে। আজ থেকে চার বছর আগেও বলেছিলাম, আবারও বলছি, যেখানে বুক দেখাই, সেখানে পিঠ দেখাই না।' এখন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের।