SSC Protest: নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে চাকরিহারাদের বৈঠক মুখ্যসচিবের সঙ্গে
SSC Case: বৈঠকে ২০জনের প্রতিনিধি, মল্লিকফটকের সামনে অবস্থানে বাকিরা। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযানে চাকরিহারারা।

অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, সুনীত হালদার : মুখ্যসচিবের কাছে চাকরিহারাদের ২০জনের প্রতিনিধি। নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে সরকার-চাকরিহারাদের বৈঠক। মাঝপথে বেরিয়ে গেলেন মুখ্যসচিব-DGP, চাকরিহারাদের বৈঠকে CP। ১০ মিনিটের মাথায় বেরোলেন মুখ্যসচিব, ৩৫ মাথায় রাজ্য পুলিশের DG। বৈঠকে ২০জনের প্রতিনিধি, মল্লিকফটকের সামনে অবস্থানে বাকিরা। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযানে চাকরিহারারা। শিবপুর পুলিশ লাইনে ১৮জন চাকরিহারা শিক্ষক, ২জন চাকরিহারা শিক্ষাকর্মী। ৭ দফা দাবিতে অনড় থেকেই সরকারের সঙ্গে বৈঠকে চাকরিহারারা।
কী কী দাবি রয়েছে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের
দাবি ১: রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে স্বপদে-সবেতনে পুনর্বহাল
দাবি ২: দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়া
রিভিউ পিটিশন গ্রহণের জন্য সরকারকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে
দাবি ৩: অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে
দাবি ৪: রিপ্যানেল বা পৃথকীকরণের মাধ্যমে ২২ লাখ OMR প্রকাশ
দাবি ৫: রিভিউ সংক্রান্ত বিষয়ে সরকারের আইনজীবীদের সঙ্গে দেখা করাতে হবে
দাবি ৬: বৈধভাবে নিযুক্ত শিক্ষকদের স্বীকারোক্তি হলফনামা আকারে দেওয়া হোক
দাবি ৭: পরীক্ষা এড়িয়ে সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে বৈধদের চাকরি বাঁচাতে হবে
পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। আগেই ঘোষণা করা হয়েছিল যে, হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়া হবে। হাওড়া কোর্ট চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। নামানো হয় র্যাফ। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। আনা হয়েছে জলকামান। রাস্তায় প্রায় ১০ ফুট উঁচু ব্যারিকেড বসানো হয়। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনেও নিরাপত্তার কড়াকড়ি ছিল। পুলিশ, র্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। দেখভালের দায়িত্বে ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। রাস্তার ধারে কংক্রিটের পিলার তৈরি করে প্রায় ১৩-১৪ ফুট উঁচু গার্ডরেল বসানো হয়। ড্রোন উড়িয়ে চলে নজরদারি।
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ৪টি দাবি হল, যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহাল করতে হবে। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে। যোগ্যদের সার্টিফায়েড তালিকা প্রকাশ এবং OMR শিট প্রকাশ করে আইনি উপায়ে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই দাবিতেই আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।






















